AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Buddha Purnima 2023: বুদ্ধপূর্ণিমায় ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করার রীতি! কবে ও কখন পড়েছে শুভ সময়, জানুন

Buddha Purnima in India: ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আগামী ৫ মে ধুমধাম করে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিম। এবারের বুদ্ধ পূর্ণিমা খুব বিশেষ হতে চলেছে,কারণ এদিন বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণও ঘটতে চলেছে।

Buddha Purnima 2023: বুদ্ধপূর্ণিমায় ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করার রীতি! কবে ও কখন পড়েছে শুভ সময়, জানুন
| Edited By: | Updated on: May 03, 2023 | 2:03 PM
Share

সামনেই বুদ্ধপূর্ণিমা, আর এই বিশেষ তিথি সাধারণ গোতম বুদ্ধদেবেরই আরাধনার রীতি। বিশ্বাস করা হয়, এদিন বুদ্ধদেবের পুজো করলে যাবতীয় দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় বিষ্ণুর আরাধনারও রীতি রয়েছে। হিন্দুধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে শ্রীবিষ্ণুর নবম অবতার মনে করা হয়। এদিন চন্দ্রদেবতারও পুজো করা হয়। এদিন বুদ্ধদেবের সঙ্গে বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে সব ইচ্ছে পূরণ করা হয়। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এই তিথিতেই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল। বৈদিক সাহিত্য মতে, ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতার বা রূপ। বৈদিক সাহিত্য মতে,গোটা বিশ্ব থেকে হিংসা ও সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্যই গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল।

সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই শুভ দিনটি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন ও মৃত্যুকে পরাজয় করার শক্তি জোগায়। বৌদ্ধরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই দিনটি উদযাপন করেন। গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা – তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং মুক্তি – বছরের একই দিনে ঘটে। এই ঘটনার কারণে বৌদ্ধ ধর্মে দিনটির গুরুত্ব অপরিসীম। ক্যালেন্ডার অনুযআয়ী, এ বছর আগামী ৫ মে ধুমধাম করে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিম। এবারের বুদ্ধ পূর্ণিমা খুব বিশেষ হতে চলেছে,কারণ এদিন বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণও ঘটতে চলেছে। এর সঙ্গে সঙ্গে গ্রহ-নক্ষত্রের এক অদ্ভুত সমন্বয়ও ঘটতে চলেছে।

এই দিনে বৌদ্ধের পাশাপাশি আরও দেব-দেবীর আরাধনা করা যায়। এদিন বাঙালী ঘরে বিশেষ করে নারায়নের পুজো, সেইসঙ্গে চন্দ্রদেবেরও পুজো করা হয়। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণু, গৌতম বুদ্ধ ও চন্দ্রদেবের পুজো একসঙ্গে করলে সকল মনস্কামনা পূর্ণ হয়।

শুভ তিথি ও সময়

বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হয়: ৪ মে, বৃহস্পতিবার, রাত ১১টা ৪৪ মিনিট,

বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শেষ হয়: ৫ মে, শুক্রবার রাত ১১টা ৩ মিনিট পর্যন্ত

উদয়তিথি অনুসারে, বুদ্ধ পূর্ণিমা পালিত হবে ৫মে শুক্রবার।

ভাদ্র কাল বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ও সিদ্ধি যোগের সঙ্গে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে ৫ মে চন্দ্রগ্রহণও ঘটছে।

চন্দ্রগ্রহণের সময়: ৫ মে, শুক্রবার, রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৬ মে মধ্যরাত ১টা পর্যন্ত।

সিদ্ধি যোগ: সূর্যোদয় থেকে সকাল ৯ টা ১৭ মিনিট পর্যন্ত,

স্বাতী নক্ষত্র: সকাল থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত

বৈশাখ পূর্ণিমার দিনে পুজোর শুভ সময়: সকাল ১১:৫১ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত

ভদ্রকাল: ৫টা ৩৮ মিনিট থেকে ১১টা ২৭ মিনিট পর্যন্ত