Gopal Puja Tips: বাড়িতে একের বেশি গোপাল ঠাকুর রয়েছে? পুজো করার সময় মাথায় রাখুন এই বিশেষ নিয়ম

Laddu Gopal: অনেকের বাড়িতে শুধু একটি নয়, ছোট, মাঝারি, বড় মাপের গোপাল ঠাকুরের মূর্তি দেখা যায়। একই আসনে অনেকগুলি গোপালের মূর্তি থাকলে তার নিয়ম আবার আলাদ হয়ে থাকে। একসঙ্গে দুই বা দুইয়ের বেশি গোপাল ঠাকুর থাকলে তার সেবা করার জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। 

Gopal Puja Tips: বাড়িতে একের বেশি গোপাল ঠাকুর রয়েছে? পুজো করার সময় মাথায় রাখুন এই বিশেষ নিয়ম

| Edited By: দীপ্তা দাস

Dec 22, 2023 | 7:30 AM

বর্তমানে প্রায় অনেকের বাড়িতেই রয়েছে গোপালের মূর্তি। আর সেই আঁচ দেখা পড়ে জন্মাষ্টমীর সময়। গোপালপুজোয় রয়েছে বেশ কিছু নিয়ম। বাড়িতে লাড্ডু গোপাল থাকলে, সেই ঠাকুরের পুজো করার নিয়মও রয়েছে। বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। অনেকের বাড়িতে শুধু একটি নয়, ছোট, মাঝারি, বড় মাপের গোপাল ঠাকুরের মূর্তি দেখা যায়। একই আসনে অনেকগুলি গোপালের মূর্তি থাকলে তার নিয়ম আবার আলাদ হয়ে থাকে। একসঙ্গে দুই বা দুইয়ের বেশি গোপাল ঠাকুর থাকলে তার সেবা করার জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।

মনে করা হয়, বাড়িতে একটি লাড্ডু গোপাল রাখলে ভক্তিভরে সেবা করলে ভক্তরা শুভ ফল লাভ করে থাকেন। তারপরও যদি ঘরে দুটি গোপালঠাকুর থাকে, তাতে শাস্ত্রমতে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে একাধিক লাড্ডু গোপাল ঘরে থাকলে তার কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

মাথায় রাখুন এই নিয়মগুলি

বাড়িতে দুই বা তার বেশি লাড্ডু গোপাল থাকলেতাদের আলাদাভাবে পরিবেশন করা উচিত। পোশাকও আলাদা হতে হবে।  প্রসাদ দুটি জায়গায় রাখুন।

গোপালঠাকুরের মূর্তি কেমন হওয়া উচিত

মন্দিরে বা ঠাকুরঘরে একাধিক লাড্ডু গোপাল রাখার সময় মনে রাখবেন যে তাদের আকার ও সাইজ যেন কোনওভাবে এক না হয়। ভিন্ন আকৃতির হলে সুফল পাওয়া যায়।

ভোগ নিবেদনের নিয়ম

গোপালঠাকুরকে দিনে চারবার লাড্ডু বা ভোগ নিবেদনের প্রথা রয়েছে। মনে রাখা উচিত, প্রসাদ যেন সম্পূর্ণ সাত্ত্বিক হয়। এছাড়াও, লাড্ডু গোপালের নৈবেদ্যতে তুলসি পাতা ও ডালও অন্তর্ভুক্ত করা উচিত।