Gopal Puja Tips: বাড়িতে লাড্ডু গোপাল থাকলে কখনও একা রেখে বাইরে যাবেন না, রয়েছে আরও পুজো নিয়ম
Gopal Puja: গোপালকে অনেকেই নিয়ম মেনে সেবা দেন। সকাল, দুুপুর, সন্ধ্যে ও রাতে, গোপালের সেবা করলেই হবে, তাই নয়, বাড়িতে গোপাল পুজো করা হলে গোপালকে কখনও একা রাখা উচিত নয়। এই নিয়মের কারণও রয়েছে। শুধু একটি নিয়মই নয়, বাড়িতে গোপালের শৈশবকালের মূর্তি থাকলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।

বর্তমানে অনেকেরই বাড়িতে গোপাল পুজো (Gopal Puja) করা হয়ে থাকে। জন্মাষ্টমীর দিন (Janmashtami Puja) সেই পুজোর আয়োজন দেখলে চোখ কপালে তুলতে হয়। মিষ্টির দোকান, দশকর্মার দোকান, ফুলের দোকানগুলিতে কৃষ্ণপ্রেমীদের ভিড় চোখে পড়ার মত। হিন্দু ধর্মমতে (Hindu Religion), লাড্ডু গোপালকে বাড়িতে সন্তান স্নেহে পুজো করা হলে ভক্তদের গৃহে ও পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সমস্ত ইচ্ছে পূরণ হয়ে থাকে। গোপালকে অনেকেই নিয়ম মেনে সেবা দেন। সকাল, দুুপুর, সন্ধ্যে ও রাতে, গোপালের সেবা করলেই হবে, তাই নয়, বাড়িতে গোপাল পুজো করা হলে গোপালকে কখনও একা রাখা উচিত নয়। এই নিয়মের কারণও রয়েছে। শুধু একটি নিয়মই নয়, বাড়িতে গোপালের শৈশবকালের মূর্তি থাকলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।
লাড্ডু গোপাল পুজোর বিশেষ নিয়ম
বাড়িতে শ্রীকৃষ্ণের শৈশবকালের মূর্তি থাকলে তা পরিবারেরই একজন অংশ হয়ে ওঠেন। শিশুর মত সন্তান স্নেহেই গোপালকে নিয়মিত সকাল থেকে রাত পর্যন্ত সেবা দান করার নিয়ম। তাই সন্তানকে যেমন কোথাও কখনও একা রেখে যাওয়া হয় না, বাড়ির ছোট বাচ্চাদের একা রেখে যাওয়া উচিত নয়, তেমনি গোপালকেও বাড়িতে একা রাখা উচিত নয়। এর পেছনের কারণ হল, একা গোটা বাড়িতে থাকলে শিশু যেমন ভয় পায়, তেমনি লাড্ডু গোপালও ভয় পেতে পারেন। তাই কোথাও বাইরে বেড়াতে গেলে লাড্ডু গোপালকেও সঙ্গে নিয়ে যাওয়া উচিত।
পুজোর সময় কী কী মাথায় রাখা উচিত
লাড্ডু গোপালকে প্রতিদিন শঙ্খের মধ্যে জল ভরে স্নান করানো দরকার। স্নানের পর সবসময় পরিষ্কার পোশাক পরিয়ে দিতে হয়। শঙ্খের মধ্যে দেবী লক্ষ্মীর অধিবাস বলে মনে করা হয়। শঙ্খ দিয়ে স্নান করার পর সেই জল তুলসী গাছে ঢেলে দেওয়া উচিত।
কীভাবে সাজাবেন?
মনে করা হয়, লাড্ডু গোপাল নিজেকে সাজাতে খুব পছন্দ করেন। তাই লাড্ডু গোপালকে স্নানের পর পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করানো উচিত। গায়ে চন্দনের তিলক লাগিয়ে গয়না, বাঁশি দিয়ে সাজিয়ে তুলুন। মনে রাখবেন যে মুকুট পরাবেন, সেই মুকুটে একটি ময়ূর পালক থাকতে হবে।
কতবার ভোগ নিবেদন করবেন?
লাড্ডু গোপালকে দিনে চারবার নিবেদন করা উচিত। ভোগ দেওয়ার সময় খেয়াল রাখবেন খাবার যেন সম্পূর্ণ সাত্ত্বিক হয়। ভুল করেও ভোগে রসুন ও পেঁয়াজ ব্যবহার করা উচিত নয়।
