Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shani Jayanti 2023: শনিদেবের এই শক্তিশালী মন্ত্রগুলি জপলে সব বাধার অবসান হবে আজ থেকেই

Chant of Shani Jayanti: জ্যোতিষবিদদের মতে, শনি জয়ন্তীর দিন যদি নিয়ম-কানুন মেনে মন ও ভক্তি সহকারে শনিদেবকে পুজো করা হয়। তাঁর মন্ত্রগুলি জপ করলে জীবনের সমস্ত বাধার অবসান হবে।

Shani Jayanti 2023: শনিদেবের এই শক্তিশালী মন্ত্রগুলি জপলে সব বাধার অবসান হবে আজ থেকেই
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 1:17 PM

সনাতন হিন্দু ধর্মে (Hinduism) শনিদেবকে (Lord Shani) কর্মপ্রধান দেবতা মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে শনিদেবের আশীর্বাদ পেতে মানুষ নানা রকমের ব্যবস্থা করে থাকেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবার শনি জয়ন্তী পালিত হচ্ছে আজ, অর্থাত ১৯ মে। তাই এদিন শনিদেবকে তুষ্ট করার জন্য সঠিক প্রতিকার মেনে চলতে পারেন। তাতে ফল পাবেন হাতেনাতে। শনি দোষ ও সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতে অনেকেই শনিদেবের শক্তিশালী মন্ত্রগুলিও উচ্চারণ করেন। সবচেয়ে ভালো হয়, যদি আজ এই শক্তিশালী মন্ত্রগুলি জপতে পারেন। শনি গ্রহ বা শনি দোষের শিকার হোন, আর তা থেকে মুক্তি পেতে চান, তাহলে শনি জয়ন্তীর দিনে শনির অন্যান্য শক্তিশালী মন্ত্রগুলি জপ করাও উচিত। এতে করে বিশেষ ফল পেতে পারেন আপনি। জ্যোতিষবিদদের মতে, শনি জয়ন্তীর দিন যদি নিয়ম-কানুন মেনে মন ও ভক্তি সহকারে শনিদেবকে পুজো করা হয়। তাঁর মন্ত্রগুলি জপ করলে জীবনের সমস্ত বাধার অবসান হবে।

আপনি যদি শনি জয়ন্তীতে শনিদেবকে খুশি করতে চান এবং তাঁর আশীর্বাদ পেতে চান তবে পূজা করার সময় এই মন্ত্রটি জপ করুন।

ওম শন শনিশ্চরায় নমঃ।

সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন কী উপায়ে

– যদি অর্ধ-অর্ধেকের সাথে লড়াই করে থাকেন তবে শনি জয়ন্তীর দিন শনিদেবের এই মন্ত্রগুলি জপ করুন।

ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্। উর্ভারুক মিভ বন্দনান মৃত্যুর্মুখিয়া মা মৃত্যুঃ। ওম শন্নোদেবীরভিষ্টায় অপো ভবন্তু পিতয়ে। ওম শন শনিশ্চরায় নমঃ।।

শনিদেবের বৈদিক মন্ত্র

ওম শন্নো দেবীরভিষ্টদাপো ভবন্তু পীতায়ে। শনিদেবের এক অক্ষর মন্ত্র ওম শন শনিশ্চরায় নমঃ।।

সফল জীবন পেতে চাইলে

জীবনে সফল হতে চাইলে শনি জয়ন্তীর দিন এই মন্ত্রগুলি জপ করতে পারেন…

অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে’ হর্নিশ মায়া। দাসোয়ামিতি মা মত্বা ক্ষমাস্ব পরমেশ্বর। গতম পাপ গতম দুখ গতম দারিদ্র্য মেভ চ।।

এই মন্ত্রগুলি এভাবে জপ করুন

শনি জয়ন্তীর দিনে ব্রহ্ম মুহুর্তে স্নান করে শনিদেবের উপবাস ও পুজোর ব্রত করা উচিত। বাড়ির সঙ্গে সেই জায়গায় শনিদেবের মূর্তি স্থাপন করতে হয়। এরপর নীল ফুল, কালো কাপড়, কালো উড়দ ও কালো তিল নিবেদন করা উচিত। মিষ্টি ও লুচি নিবেদন করতে পারেন। কালো তুলসীর মালা সঙ্গে নিয়ে ইচ্ছা অনুযায়ী মন্ত্রগুলি জপ করুন।