Kalashtami 2022: আজ কালাষ্টমী, কাল ভৈরবকে সন্তুষ্ট করতে এই ব্রত পালনে দূর হয় অকালমৃত্যুর যোগ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 23, 2022 | 6:20 AM

Kaal Bhairav Jayanti 2022: কথিত আছে যে কালাষ্টমী ব্রতের দিন উপোস রেখে কালভৈরবের পুজো করলে যাবতীয় সংকট কেটে যায়। এছাড়া কালভৈরবের পুজো করার ফলে সংসারে সুখ শান্তি নেমে আসে বলেও প্রচলিত আছে।

Kalashtami 2022: আজ কালাষ্টমী, কাল ভৈরবকে সন্তুষ্ট করতে এই ব্রত পালনে দূর হয় অকালমৃত্যুর যোগ

Follow Us

হিন্দু পুরাণ অনুযায়ী, প্রতি মাসের কৃষ্ণপক্ষের (Krishna Paksha) অষ্টমী তিথিতে কালাষ্টমী (Kalashtami)  ব্রত পালন করা হয়। সেই কারণে বছরে ১২টি মাসে ১২টি কালাষ্টমী পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালাষ্টমীতে কালভৈরবের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। এদিন অনেকেই উপবাস রেখে কালভৈরবের পুজো করেন। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালাষ্টমীটি পড়ে মাঘ মাসে। একে বলা হয় ভৈরব অষ্টমী। মনে করা হয়, এদিন মহাদেব কালভৈরবের রূপ ধারণ করেন। সময়ের দেবতা কালভৈরব আসলে শিবেরই একটা রূপ। এদিন উপবাস রেখে কাল ভৈরবের পুজো করলে উপকার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। কালভৈরবের আশীর্বাদে অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবনে আসবে সুখ-শান্তি ও সমৃদ্ধি।

তারিখ ও সময়

১২ মাসের মধ্যে মাঘ মাসে যে কালাষ্টমী ব্রতটি পড়ে সেইটিকে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়। কারণ এই কালাষ্টমীটিকে ভৈরব অষ্টমী বলা হয়। কালাষ্টমী ব্রতের দিন অনেকেই উপবাস রাখেন। তবে এই মাসে কালাষ্টমীর শুভ দিন পড়েছে ২৩ ফেব্রুয়ারি।

শুরুর সময়- ভোর ৪টে ৫৬ মিনিট, ২৩ ফেব্রুয়ারি, বুধবার
শেষ সময়- বিকেল ৩টে ৩মিনিট, ফেব্রুয়ারি ২৪, বৃহস্পতিবার

কালভৈরব জয়ন্তী

কালাষ্টমী যা মার্গশীর্ষ মাসে (সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নভেম্বর মাস) কালভৈরব জয়ন্তী হিসাবে পালিত হয়, কারণ বিশ্বাস করা হয় যে ভগবান কাল ভৈরব এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে, এই দিনটি পরম ভক্তির সাথে পালিত হয় ৷ কালভৈরব জয়ন্তীকে ভৈরব অষ্টমীও বলা হয়। মনে করা হয় মাঘ মাসের এই কালাষ্টমী ব্রতের দিনই দেবাদিদেব মহাদেব কালভৈরবের রূপ ধারণ করেছিলেন। তাই অনেকেই এই দিন উপবাস রেখে কালভৈরবের পুজো করেন। কথিত আছে যে কালাষ্টমী ব্রতের দিন উপোস রেখে কালভৈরবের পুজো করলে যাবতীয় সংকট কেটে যায়। এছাড়া কালভৈরবের পুজো করার ফলে সংসারে সুখ শান্তি নেমে আসে বলেও প্রচলিত আছে।

পৌরাণিক কাহিনি

মহাদেবের অত্যন্ত উগ্রচন্ডা রূপ হলেন কালভৈরব। কালভৈরবের পুজোয় কোনরকম ভুল-ত্রুটি করা যাবেনা। পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা বিষ্ণু ও শিবের মধ্যে কার ক্ষমতা বেশি এই নিয়ে ঝগড়া হয়েছিল সেই সময় ব্রহ্মা শিবকে অপমান করলে মহাদেব এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তার কপাল থেকে কালভৈরব বেরিয়ে আসেন এই কালভৈরব ব্রহ্মার পাঁচ মাথার মধ্যে একটি কেটে ফেলেন। ব্রহ্মার মস্তক ছেদন করার ফলে কালভৈরবের বাঁ হাতের তালুতে ব্রহ্মার কাটা মাথাটি আটকে যায়। এই পাপের থেকে মুক্তি পেতে কপালি নদীতে স্নান করে কালভৈরব একজন নগ্ন ভিখারির বেশে পৃথিবী ভ্রমণ করতে শুরু করেন এইভাবে ভ্রমণ করতে করতে তিনি যখন বারাণসীতে গিয়ে পৌঁছান,তখন তিনি এই পাপের থেকে মুক্ত হন। এই কারণে বলা হয় কালাষ্টমীতে কালভৈরবের পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

তাৎপর্য

ভগবান কাল ভৈরব, যিনি ভগবান শিবের প্রকাশ, কালাষ্টমীতে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে কাল ভৈরবের উপাসনা করলে অতীত এবং বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে দেওয়া যায়। এটাও বলা হয় যে কাল অষ্টমীর দিন ভগবান কাল ভৈরবের পূজা করলে মানুষের জীবন থেকে সমস্ত কষ্ট, কষ্ট, বেদনা এবং নেতিবাচকতা দূর করা যায়। তাদের হৃদয়ে এই বিশ্বাস নিয়ে, উৎসাহের সঙ্গে উদযাপিত হয়।

  আরও পড়ুন: Vastu Tips: খারাপ সময়ে সম্পদ হারানোর আশঙ্কা! বাস্তুমতে গৃহে পজিটিভিটি আনুন এই ৩ উপায়ে

 

Next Article