AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhanteras 2023: ধনতেরসে কখন কিনবেন সোনা-রূপার গয়না? সৌভাগ্য ফেরাতে এই সময় করুন লক্ষ্মী পুজো

Shopping Time: কথিত আছে, এদিন ধন সম্পদের দেবতা কুবের ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। শুধু তাই নয়, এদিন ভগবান ধন্বন্তরীরও পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্রমন্থন থেকে অমৃত ভরতি পাত্র নিয়ে আবির্ভুত হন ভগবান ধন্বন্তরী।

Dhanteras 2023: ধনতেরসে কখন কিনবেন সোনা-রূপার গয়না? সৌভাগ্য ফেরাতে এই সময় করুন লক্ষ্মী পুজো
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 1:37 PM
Share

দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর আগামী ১০ নভেম্বর পালিত হলে ধনতেরস উত্‍সব। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই বিশেষ উত্‍সব। কথিত আছে, এদিন ধন সম্পদের দেবতা কুবের ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। শুধু তাই নয়, এদিন ভগবান ধন্বন্তরীরও পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্রমন্থন থেকে অমৃত ভরতি পাত্র নিয়ে আবির্ভুত হন ভগবান ধন্বন্তরী। তাঁরে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। দীপাবলির আগে ধনতেরসের দিন ধন্বন্তরীর আবির্ভাব উত্‍সব হিসেবেও পালন করা হয়। এদিন সোনা ও রূপার গয়না বা জিনিস কেনাকাটারও বিশেষ তাত্‍পর্য রয়েছে। এদিনের সঙ্গে যোগ রয়েছে কৃষিকাজেরও। কারণ এদিন ধনে বীজ কিনে বাড়ির বাগানে লাগালে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয় বলে মনে করা হয়।

ধনতেরসের শুভ মুহূর্ত

পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হবে ১০ নভেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে। চলবে পরের দিন ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট পর্যন্ত। প্রদোষ সময়কালে ধনতেরাস উত্সব উদযাপনের একটি রীতি রয়েছে, তাই ১০ ​​নভেম্বর শুক্রবারেও পালিত হতে চলেছে।

ধনতেরসে লক্ষ্মী পুজোর শুভ সময়

ধনতেরসের সন্ধ্যেয় প্রদোষে গণেশ, লক্ষ্মী ও কুবেরের পুজো হবে। এই পুজোর শুভ সময় বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে শুরু হবে। চলবে সন্ধ্যে ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। এই অনুসারে, ধনতেরসের পুজোর মোট সময়কাল হবে এক ঘন্টা ৫৬ মিনিট।

ধনতেরাসে সোনা কেনার শুভ সময়

পঞ্চাঙ্গের গণনা অনুসারে, ধনতেরাসে সোনা কেনার শুভ সময় হল দুপুর ১২টা ৩৫ মিনিটে। পরের দিন ১১ নভেম্বর সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে শুভ মুহূর্ত। এই সময়ে সোনা বা রূপার জিনিস কিনলে ঘরে সমৃদ্ধি ফিরে আসে, সম্পদ বহুগুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।