মুলো অপছন্দ করেন, জানেন এতেই খুলে যেতে পারে সৌভাগ্যের তালা?
জ্যোতিষশাস্ত্র মতে, মূলো খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি গ্রহের দোষ দূর করতেও সাহায্য করে। যে কোনও সাদা বস্তু শুক্র গ্রহের প্রতীক বলে মনে করা হয়।

মূলোর নাম শুনলেই অনেকে নাক সিঁটকান। আবার অনেকের কাছে পছন্দের একটি সবজিও বটে। শুধু স্বাস্থ্যকর হিসেবে জনপ্রিয় সবজি নয়, জ্যোতিষশাস্ত্রেও মূলোর কদর রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, মূলোর সঙ্গে জড়িয়ে রয়েছে সুখ-সমৃদ্ধির প্রতীক শুক্র গ্রহেরও। এছাড়া শুক্রবার হল সুখ-সমৃদ্ধির দিন। বৃহস্পতিবার ছাড়াও এই বিশেষ দিনেও লক্ষ্মীপুজো করার রীতি রয়েছে। শুক্রবার লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে যদি দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারেন, তাহলে সাফল্য ও উন্নতি পাবেন পদে পদে। জ্যোতিষশাস্ত্র মতে, মূলো খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি গ্রহের দোষ দূর করতেও সাহায্য করে। যে কোনও সাদা বস্তু শুক্র গ্রহের প্রতীক বলে মনে করা হয়। তাই মূলো কীভাবে জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ, তা জেনে নিন এখানে…
শুক্র যদি জন্মকুণ্ডলীতে দুর্বল থাকে বা কোনও ত্রুটি তৈরি হয় তাহলে খাদ্যতালিকায় মূলো, লিচু, শাঁকালু, তরমুজের রস ইত্যাদি খাওয়া উচিত।
শুক্রবারে কী কী গ্রহণ করবেন?
শুক্রের শুভ ফল পেতে হলে শুক্রবারে মূলো, শাঁকালু, লিচু, তরমুজ ইত্যাদি খাওয়া উচিত। সপ্তাহের প্রতিদিন খেতে না পারেন তাহলে শুক্রবার খেতে পারেন। তারপর ডায়েটে অন্তর্ভুক্ত করে নিন। তাতেই শুভ ফল পাওয়া যাবে। যদি এই সবজি বা ফল থেকে অ্যালার্জি হয় তাহলে খাওয়া উচিত নয়। শুক্র গ্রহের জন্য জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার গ্রহণ করতে পারেন।
মূলো খেতে না পারলে কোন কাজ করবেন
যদি মূলো, শাঁকালু, লিচু, তরমুজ খেতে না পারেন তাহলে খাদ্যতালিকায় দুধ, ভাত, চিনি ইত্যাদিও খেতে পারেন। এছাড়া ত্রিফলা, দারুচিনি ইত্যাদি খেলেও শুক্রের প্রভাব দূর করা যায়।





