Diwali 2022: দিওয়ালি বা ধনতেরাস, বাড়িতে মোট ১৩টি প্রদীপ কেন জ্বালাবেন? প্রতিটির রয়েছে আলাদা গুরুত্ব
Festival of Light: পাঁচদিন ধরে চলা দীপাবলি উত্সবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয়।
দীপান্বিতা কালীপুজো মানেই আলোর উত্সব। বাংলায় কালীপুজোর দিন সব গৃহস্থের বাড়ি যেমন প্রদীপ, ইলেকট্রিক আলো দিয়ে সাজানো হয়, তেমনি দিওয়ালির দিন বাংলা-সহ সারা ভারত আলোর উত্সবে মেতে ওঠে। আনন্দ, উত্তেজনা, খাওয়া-দাওয়া, আলোর রোশনাই সব মিলেমিশে একাকার হয়ে যায়। দিয়া বা মাটির প্রদীপ দিয়ে আলো জ্বালানোই নিয়ম। তবে বর্তমানে ইলেকট্রিকের রঙবেরঙের আলোর ঝিলিকই সকলের পছন্দ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, দৈনন্দিন জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। হিন্দু পৌরানিক কাহিনি অনুসারে, দীপাবলি বা ধনতেরাসের দিন যাঁর ঘর ১৩টি প্রদীপ দিয়ে আলো জ্বালানো থাকে, তাঁর গৃহে সুখ-শান্তি ও সমৃদ্ধি সারা বছর বজায় থাকে।
ধনতেরাসকে ধনত্রয়োদশীও বলা হয়। পাঁচদিন ধরে চলা দীপাবলি উত্সবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয়। অশুভ আত্মা বা অশরীরী থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে আবর্জনার স্তূপের কাছে ১৩টি প্রদীপের প্রথম প্রদীপ রাখা উচিত।
দ্বিতীয় মাটির প্রদীপটি ঘি দিয়ে জ্বালিয়ে বাড়ির পুজোর ঘরে বা মন্দিরে রেখে দিতে হবে। এতে বাড়ির চারিধারে থাকা নেতিবাচক শক্তিকে তাড়িয়ে দিয়ে পজিটিভ ভাইবস ছড়িয়ে দিতে সাহায্য করে।
তৃতীয় প্রদীপ জীবনে সমৃদ্ধি, সভাগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয়। তাই দেবী লক্ষ্মীর মূর্তি বা একটি ছবির সামনে আলো জ্বালিয়ে রেখে দিন।
চতুর্থ প্রদীপটি পবিত্র তুলসী গাছের সামনে রাখুন। এমনটা করলে পরিবার ও পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকবে।
পঞ্চম প্রদীপটি বাড়িরে প্রধান প্রবেশদ্বারের বাইরে জ্বালিয়ে রাখুন। তাতে বাড়ি থেকে অশুভ শক্তিকে তাড়ানো সহজ হয়।
ষষ্ঠ প্রদীপ সরষের তেল দিয়ে জ্বালিয়ে রাখুন। বট গাছের নীচে জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক সংকট থেকে পরিত্রাণ পাওয়া যায়। নেতিবাচক শক্তিকে আটকাতেও সাহায্য করে।
সপ্তম প্রদীপটি বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে বা আপনার পছন্দের কোনও মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন।
অষ্টম প্রদীপটি নেতিবাচক শক্তি ও অশুভ আত্মার থেকে দূরে রাখতে সাহায্য করে। আবর্জনার কাছে রাখুন একটি মাটির প্রদীপ।
নবম দিয়াটি জীবনের সমস্ত দুঃখ-কষ্টকে বিনাশ করতে ও পজিটিভ শক্তির প্রবাহকে বজায় রাখতে বাড়ির ওয়াশরুমে বাইরে রাখুন।
দশম প্রদীপটি বাড়ির ছাদে জ্বালিয়ে রাখুন। এটি নেতিবাচক শক্তির বিরুদ্ধে সুরক্ষিত বজায় রাখে।
বাড়ির যে কোনও জানলায় রাখুন একাদশ প্রদীপটি। এটিও অশীরীরী ও অশুভশক্তিকে বিনাস করতে সাহায্য করে।
সাধারণত বাড়ির দ্বিতীয় তলে রাখার নিয়ম। উপরের তলায় রাখলে সারা জীবন মঙ্গল থাকে।
ত্রয়োদশ প্রদীপটি বাড়ির যে কোনও মোড়ে রেখে দিন। তাতে জীবনের ছন্দে তাল কখনও কাটবে না।