AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi plant Tips: শুকনো তুলসী গাছ পুড়িয়ে দিয়েছেন? এই ৪ ভুলে জীবনে নেমে আসবে অশান্তির সুনামি

Mistakes: বিশ্বাস করা হয় যে তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন। এটি ঘরে লাগালে ইতিবাচক শক্তি বাস করে। হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব বলা হয়েছে। এতে যত বেশি ঔষধি গুণ রয়েছে, এর ধর্মীয় গুরুত্বও তত বেশি।

Tulsi plant Tips: শুকনো তুলসী গাছ পুড়িয়ে দিয়েছেন? এই ৪ ভুলে জীবনে নেমে আসবে অশান্তির সুনামি
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 9:30 AM
Share

হিন্দু ধর্মে বাস্তু টিপসের গুরুত্ব রয়েছে। বাড়ি বানানো থেকে শুরু করে জিনিসপত্র সাজানো পর্যন্ত বাস্তুর যত্ন নেওয়া হয়। বাস্তুশাস্ত্রে বাড়িতে কিছু গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে তুলসি লাগানো খুব ফলদায়ক বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন। এটি ঘরে লাগালে ইতিবাচক শক্তি বাস করে। হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব বলা হয়েছে। এতে যত বেশি ঔষধি গুণ রয়েছে, এর ধর্মীয় গুরুত্বও তত বেশি।

হিন্দুদের বাড়িতে সকাল-সন্ধ্যেয় তুলসীর পুজো করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এতে অর্থের উপকার হয় এবং ঘরে শান্তি বজায় থাকে। বিশ্বাস অনুসারে, তুলসী সংক্রান্ত কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলি করলে ঘরের শান্তি চলে যায়। তুলসী গাছের ব্যাপারে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।

ঘরে শুকনো তুলসী রাখবেন না: ঘরে তুলসী লাগালে খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু তুলসী শুকিয়ে গেলে তা অশুভ। শুকনো তুলসী কখনই ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তি আসে। তুলসী শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে অন্যটি লাগান

শুকনো তুলসী গাছ বা পাতা পোড়াবেন না: শুকনো তুলসী গাছ কখনই পোড়ানো উচিত নয়, ফেলে দেওয়া উচিত নয়। এটা খুবই অশুভ বলে মনে করা হয়। তুলসী গাছটি মাটিতে পুঁতে দিতে পারেন।

রাতে পাতা তুলবেন না: তুলসী গাছের পাতা যখন প্রয়োজন তখনই ছিঁড়ে ফেলতে হবে। রাতে ভুল করেও ভেঙ্গে ফেলবেন না এই তুলসী পাতা।

তুলসী পাতা পায়ের নিচে না আসে: তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এতে লক্ষ্মী বাস করেন, তাই মনে রাখবেন তুলসী গাছ যেন কখনওই পায়ের নিচে না আসে। যদি কোন ঠিকানা মাটিতে পড়ে থাকতে দেখা যায় তবে মাটির ভিতরে পুঁতে দিন। এছাড়া প্রতিদিন তুলসী পূজা করতে হবে। সকাল-সন্ধ্যায় তুলসীর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।