Sawan Vastu 2022: বাড়িতে একাধিক শিবলিঙ্গ পুজো করেন? সাদা বা কালো, কোনটি গৃহের জন্য শুভ, জানা আছে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 25, 2022 | 7:57 AM

Shiva Puja at home: বাড়িতেও শিবপুজো করা যায়। তবে কিছু নিয়ম একেবারে নিষ্ঠাভরে করা উচিত। এমনটা করা না হলেই ক্রুদ্ধ হোন আদিদেব। যদি শিবের সঠিক সেবা করতে না পারেন, তাহলে কখনওই বাড়িতে শিবলিঙ্গ রাখা উচিত নয়।

Sawan Vastu 2022: বাড়িতে একাধিক শিবলিঙ্গ পুজো করেন? সাদা বা কালো, কোনটি গৃহের জন্য শুভ, জানা আছে?

Follow Us

শ্রাবণ মাসের (Sawan 2022) দ্বিতীয় সোমবার। বিশেষ শুভযোগে শিবলিঙ্গের  (Shiva Lingam)মাথায় জল ঢালবেন শিবভক্তরা। তবে শিবপুজো অনেকেই বাড়িতে (Shiva Puja At Home) করেন। বাস্তুমতে, মহাদেবের (Lord Shiva) মূর্তির পাশাপাশি শিবলিঙ্গ রাখলে অমঙ্গল হয়। কারণ শিবপুজোয় এমন অনেক কিছু নিয়ম আছে, যেগুলি বাড়িতে নিয়ম পালন করা বেশি কঠিন। শ্রাবণ মাসের প্রতি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের কল্যান কামনাও নিজের মনোবাসনা পূরণ করার জন্য ভক্তরা এদিন শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। এমনটা যে শুধু মন্দিরে গিয়েই পুজো দিতে হবে, তা নয়। বাড়িতেও শিবপুজো করা যায়। তবে কিছু নিয়ম একেবারে নিষ্ঠাভরে করা উচিত। এমনটা করা না হলেই ক্রুদ্ধ হোন আদিদেব। যদি শিবের সঠিক সেবা করতে না পারেন, তাহলে কখনওই বাড়িতে শিবলিঙ্গ রাখা উচিত নয়।

তবে শিবপুজোয় নিয়ম থাকলে সেগুলি খুব কঠিন কিছু নয়। কারণ মহাগেব খুব অল্পেই সন্তুষ্ট থাকেন। কিছু না থাকলেও একটি বেলপাতা দিয়ে পুজো করলেও শিবঠাকুর খুশি হয়ে যান। শিবপুজোর সামগ্রীও বেশ সহজ ও সরল। হাতের কাছেই সবকিছু পাওয়া যায়। শুধু চাই অত্যন্ত নিষ্ঠা। শিবপুজো কোনও ত্রুটি দেখা দিলেই তা অমঙ্গলের ইঙ্গিত দেয়। অমেক শিবভক্তের বাড়িতে অনেকগুলি একসঙ্গে শিবলিঙ্গ থাকে। তবে জ্যোতিষবিদ ও বাস্তুশাস্ত্র মতে, শিবলিঙ্গ যদি বাড়িতে একটি থাকে, তাহলে মহাদেবের ছবি পর্যন্ত রাখতে নেই। শুভ ফলের চেয়ে অশুভ ফলই পাওয়া যায় তাতে। বাড়িতে শিবপুজোর ব্যবস্থা করলে শিবলিঙ্গ প্রথমে প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেই শিবলিঙ্গকে কখনও অভুক্ত রাখা যায় না। নিত্যপুজো করার নিয়ম। নিয়মিত সঠিক নিয়ম পুজোর সামগ্রী দিয়ে শিবের পুজো করলে তবেই পাওয়া যায় মহাদেবের আশীর্বাদ।

এখানে বলে রাখা ভাল, শিবলিঙ্গ দুরকমের হয়। কালো ও সাদা। মন্দিরের সঙ্গে বাড়ির পুজোর কোনও তুলনা হয় না। তবে বাড়িতে যেমন শিবলিঙ্গই প্রতিষ্ঠা করুন না কেন, তার রঙ যেন সাদা না হয়। বাড়ির জন্য সবসময় কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার নিয়ম রয়েছে। সাদা শিবলিঙ্গ কখনও বাড়িতে রাখা উচিত নয়। এ নিয়ে অনেক মতবিরোধ থাকলেও কিছু নিয়ম রয়েছে, যেগুলি ভক্তদের অবশ্যই পালন করা উচিত। তবে বাড়িতে শ্বেতশুভ্র শিবলিঙ্গ কেন রাখা উচিত নয়, তার শাস্ত্রীয় কারণ রয়েছে।

– অনেকের মতে, সাদা শিবলিঙ্গ হল রুদ্রমূর্তি ও কালো শিবলিঙ্গ শান্তমূর্তির প্রতীক।

– সাদা শিবলিঙ্গ সন্ন্যাসের প্রতীক। অন্যদিকে কালো শিবলিঙ্গ সংসারে মঙ্গলকামনার প্রতীক। কালো শিবলিঙ্গকে ধর্ম-অর্থ-কাম-মোক্ষ প্রদানকারী হিসেবে চিহ্নিত করা হয়।

– অনেকের মতে শ্বেত শিবলিঙ্গকে ভস্মলিঙ্গও বলা হয়। এর পূজা করতে গেলে কিছু নিয়ম রয়েছে। যেমন ব্রহ্মচার্য পালন করা, নিরামিষ ভক্ষণ করা, শরীরে ভস্ম লেপন করা, মিথ্যা কথা না বলা ইত্যাদি বাড়িতে পালন করতে পারলে তবেই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যায়। যদি এই নিয়মগুলি পালন করতে না পারেন, তাহলে বাড়িতে আনবেন না। আর যদি বাড়িতে আগে থেকেই রাখা থাকে, তাহলে কোনও গাছতলায় রেখে নিত্যপুজো করার প্রয়োজন নেই। বাড়ির অদূরে একটি ছোট মন্দির গড়ে, সেখানে পুজোর ব্যবস্থা করতে পারেন। যতটা সম্ভব পুজো করতে পারেন কারণ মহাদেবকে কোনও নিয়মেই আবদ্ধ করা সম্ভব নয়।

Next Article