AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়া সোনা-রুপো নয়, তুলসী দিয়ে এই প্রতিকার করলেই ফল পাবেন দ্বিগুণ

Auspicious Occasion: অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে ভগবান বিষ্ণুর পুজোর সময় হলুদ ফুলের সঙ্গে কিছু তুলসী পাতাও নিবেদন করা উচিত।

Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়া সোনা-রুপো নয়, তুলসী দিয়ে এই প্রতিকার করলেই ফল পাবেন দ্বিগুণ
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 6:00 AM
Share

শনিবার ও রবিবার, দুদিন ধরে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে সারাদেশে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এ দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়। জ্যোতিষশাস্ত্রেও অক্ষয় তৃতীয়ার বিষয়ে কিছু বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। সেই ব্যবস্থাগুলি অনুসরণ করলে যে কেউ বিশেষ উপকার পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। তুলসী হল ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় ও অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী সংক্রান্ত কিছু বিশেষ ব্যবস্থা করলে ভক্তরা বিশেষ ফল লাভ করেন। বিষ্ণুর অগাধ আশীর্বাদ পেতে অক্ষয় তৃতীয়ায় তুলসী সংক্রান্ত কিছু সহজ প্রতিকার রয়েছে সেগুলি মেনে চললে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন।

অক্ষয় তৃতীয়ার দিন তুলসী সংক্রান্ত প্রতিকার

ভগবান বিষ্ণুর কাছে তুলসী হল সবচেয়ে প্রিয়। তাই, অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষ্যে তুলসীর একটি নতুন চারা বাড়িতে আনলে বিশেষ উপকার পেতে পারেন। এই প্রতিকার মেনে চললে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই ভক্তদের উপর বর্ষিত হয়।

অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি দেবী তুলসীর পুজোপাঠ করুন। এই দিনে তুলসী পাত্রে স্বস্তিক প্রতীক তৈরি করে তাতে ধূপ, প্রদীপ, গন্ধ, ফুল ইত্যাদি অর্পণ করুন।

ভগবান বিষ্ণুকে খাবার দেওয়ার সময় গায়ে তুলসী পাতা দিন। বিশ্বাস করা হয় যে এমনটা করলে ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন ও সাধকের সমস্ত ইচ্ছাপূরণ হয়।

অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে ভগবান বিষ্ণুর পুজোর সময় হলুদ ফুলের সঙ্গে কিছু তুলসী পাতাও নিবেদন করা উচিত। এই প্রতিকার মেনে চললে দেবী ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে।