AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saturday Remedies 2023: বড়ঠাকুরকে তু্ষ্ট করতে এদিন মেনে চলুন ‘বিশেষ’ টোটকা, খুলে যাবে সাফল্যের সব দরজা!

Lord Shani: শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়, তাই শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি ভাল কাজ করেন তাঁকে শনিদেব আশীর্বাদ বর্ষণ করে থাকেন। আর যাঁরা বাজে ও খারাপ কাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তিনি নিজের কর্ম ফল পেতে থাকেন। বিশ্বাস করা হয় যে শনিদেব প্রসন্ন হলে ভক্তদের সব সমস্যা নিমিষেই দূর হয়ে যায়।

Saturday Remedies 2023: বড়ঠাকুরকে তু্ষ্ট করতে এদিন মেনে চলুন 'বিশেষ' টোটকা, খুলে যাবে সাফল্যের সব দরজা!
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 8:29 PM
Share

শনিদেবের কথা শুনলেই মানুষের মনের মধ্যে এক অন্য ভীতির তোলপার ঘটে। জীবনে শুভ ও পজিটিভ শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে শনির কুনজরই যথেষ্ট। শনিবারের সঙ্গে শনিদেবের সরাসরি যোগ রয়েছে। তবে শনিদেব যে সবসময়ই কুদৃষ্টি প্রভাবকে বিস্তারিত করে, তা নয়, বড়ঠাকুরের কৃপা পেতে ও শুভ উপকার পেতে বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত। তাতেই জীবন হয়ে ওঠে শুভ ও পজিটিভিটিতে ভরপুর। শনির সাড়ে সাতি দশা বা মহাদশার প্রভাব থাকলে মানুষের জীবন একেবারে সমস্যায় জর্জরিত হয়ে ওঠে। তাই শনিদেবের বিশেষ আচার মেনে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। শনিবার শনিগ্রহের সঙ্গে শনিদেবকে উত্‍সর্গ করা হয়। তাই শনিবার শনিবার শনিদেবকে পুজো করার রীতি রয়েছে। শাস্ত্র অনুযায়ী,  শনিদেবকে হিন্দুদের ন্যায়ের দেবতাও বলা হয়। এ দিনে ভক্তরা শনিদেবকে তুষ্ট করতে বিশেষ নিয়ম মেনে পুজো করার চল রয়েছে। বিশ্বাস করা হয়, শনিদেবকে প্রসন্ন করতে পারলে জীবনে সুখ , শান্তি-সমৃদ্ধি বজায় থাকে।

শনিদেবকে পুজো করলে শুভ ফল পাওয়া যায়

শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়, তাই শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি ভাল কাজ করেন তাঁকে শনিদেব আশীর্বাদ বর্ষণ করে থাকেন। আর যাঁরা বাজে ও খারাপ কাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তিনি নিজের কর্ম ফল পেতে থাকেন। বিশ্বাস করা হয় যে শনিদেব প্রসন্ন হলে ভক্তদের সব সমস্যা নিমিষেই দূর হয়ে যায়। যদি শনিদেব কোনওভাবে রুষ্ট হন, তাহলে রাজা বা ধনীব্যক্তিকে রাস্তার কাঙাল করে দিতেও সক্ষম হন শনিদেব। মনে করা হয়, শনিদেবের অশুভ নজর যদি কোনও ব্যক্তির উপর পড়ে, তাহলে তাঁর জীবনে সমস্যা পাহাড় দেখা যায়। প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। শনিদেবের কৃপা ও শুভ আশীর্বাদে যে কোনও ব্যক্তির জীবনে সাফল্যের দ্বার খুলে যায়।

শনিবার মানুন এই ‘বিশেষ’ টোটকা

শনিদেবের সঙ্গে হনুমানজির পুজো ও শনিবার উপবাস করলে বড়ঠাকুর খুব প্রসন্ন হন। এদিন সুন্দরকাণ্ড ও বজরংবান পাঠ করলে জীবনের সব ঝুটঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। শনিবার বিভূতি, চন্দন বা ভস্ম প্রয়োগ করলে ভোলেবাবাও তুষ্ট হন।

শনিবার শনিদেবকে তুষ্ট করতে বিশেষ টোটকা হল, একটি কালো কুকুর বা কালো গরুকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ প্রতিকার বলে মনে করা হয়। এই টোটকা প্রতি শনিবার মেনেন চললে জীবনের প্রতিবন্ধকতাও দূর হয়ে যায়। এছাড়াও শনিবার কালো পিঁপড়ে ও কালো পাখি বা কাককে খাবার বা শস্যদানা খাওয়ানোও পজিটিভ শক্তি ও শুভ ফল পাওয়া যায়। অশুভ দৃষ্টি এড়িয়ে যাওয়ার জন্যও এই প্রতিকার মেনে চলতে পারেন।