দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। সকল ভক্তদের দুঃখ, দুর্দশা দূর করেন মহাদেব। শিবের আধারনা করলে শিবভক্তরা ‘হর হর মহাদেব’ মন্ত্র পাঠ করে থাকেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেব। তিনজনের মধ্যে সবচেয়ে রাগী মহাদেব। আবার অল্পতেই সন্তুষ্টও হন মহাদেব। দেশজুড়ে বিভিন্ন জায়গায় আজ মহাদেবের ভক্তরা পালন করছেন মহাশিবরাত্রি (Maha Shivratri)। ভারতে অবস্থিত মহাদেবের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। একইসঙ্গে আজ মহাকুম্ভের শেষ দিন এবং শেষ শাহিস্নান। ফলে সেখানেও উপচে পড়েছে ভিড়।
সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচুর ভক্তদের জমায়েত। মহাশিবরাত্রি উপলক্ষ্যে সেখানে ভক্তরা সারিবদ্ধ ভাবে লাল সুতো বাঁধছেন। কেউ বা করছেন ভক্তিভরে আরতি।
#WATCH | Jharkhand: A large number of devotees offer prayers at Baba Baidyanath Dham temple in Deoghar, on the occasion of #MahaShivaratri🕉️ pic.twitter.com/HveTOlipg9
— ANI (@ANI) February 26, 2025
মহাশিবরাত্রি উপলক্ষ্যে বারাণসীতে মহাদেবের ভক্তরা ভিড় করেছেন। কয়েকজন বিদেশিনী সাধ্বীকে ‘শিব তাণ্ডব স্ত্রোতম’ এবং ‘হর হর মহাদেব’ বলতে শোনা গিয়েছে।
#WATCH | Varanasi, Uttar Pradesh | Foreign devotees recite the ‘Shiv Tandav Stotram’ and chant ‘Har Har Mahadev’ as they head towards the Kashi Vishwanath Temple to offer prayers on the occasion of #MahaShivaratri pic.twitter.com/6iNERpPnNr
— ANI (@ANI) February 26, 2025
এএনআইয়ের এক শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নাগা সন্ন্যাসী ও সাধুরা কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের পুজো করার জন্য যাচ্ছেন। ভিড়ে থিকথিক করছিল চারিদিক। পুরোটাই ড্রোনের ভিজুয়াল।
#WATCH | #Mahashivratri | Varanasi, UP: Drone visuals capture Naga Sadhus and saints as they head towards Kashi Vishwanath Temple to offer prayers to Lord Shiva on the occasion of Mahashivratri on the last day of Maha Kumbh Mela 2025.
Source: ADCP Kashi Zone, Varanasi pic.twitter.com/dFKh5xjsDY
— ANI (@ANI) February 26, 2025