Maha Shivratri Celebrations in India: পূণ্যলাভের শেষ সুযোগ, ঝাঁপিয়ে পড়লেন ভক্তরা; মহাকুম্ভের স্নান সেরেই দে ছুট মহাদেবের দরবারে

Feb 26, 2025 | 3:07 PM

দেশজুড়ে বিভিন্ন জায়গায় আজ মহাদেবের ভক্তরা পালন করছেন মহাশিবরাত্রি (Maha Shivratri)। ভারতে অবস্থিত মহাদেবের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে।

Maha Shivratri Celebrations in India: পূণ্যলাভের শেষ সুযোগ, ঝাঁপিয়ে পড়লেন ভক্তরা; মহাকুম্ভের স্নান সেরেই দে ছুট মহাদেবের দরবারে
পূণ্যলাভের শেষ সুযোগ, ঝাঁপিয়ে পড়লেন ভক্তরা; মহাকুম্ভের স্নান সেরেই দে ছুট মহাদেবের দরবারে
Image Credit source: PTI

Follow Us

দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। সকল ভক্তদের দুঃখ, দুর্দশা দূর করেন মহাদেব। শিবের আধারনা করলে শিবভক্তরা ‘হর হর মহাদেব’ মন্ত্র পাঠ করে থাকেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেব। তিনজনের মধ্যে সবচেয়ে রাগী মহাদেব। আবার অল্পতেই সন্তুষ্টও হন মহাদেব। দেশজুড়ে বিভিন্ন জায়গায় আজ মহাদেবের ভক্তরা পালন করছেন মহাশিবরাত্রি (Maha Shivratri)। ভারতে অবস্থিত মহাদেবের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। একইসঙ্গে আজ মহাকুম্ভের শেষ দিন এবং শেষ শাহিস্নান। ফলে সেখানেও উপচে পড়েছে ভিড়।

সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচুর ভক্তদের জমায়েত। মহাশিবরাত্রি উপলক্ষ্যে সেখানে ভক্তরা সারিবদ্ধ ভাবে লাল সুতো বাঁধছেন। কেউ বা করছেন ভক্তিভরে আরতি।

মহাশিবরাত্রি উপলক্ষ্যে বারাণসীতে মহাদেবের ভক্তরা ভিড় করেছেন। কয়েকজন বিদেশিনী সাধ্বীকে ‘শিব তাণ্ডব স্ত্রোতম’ এবং ‘হর হর মহাদেব’ বলতে শোনা গিয়েছে।

এএনআইয়ের এক শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নাগা সন্ন্যাসী ও সাধুরা কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের পুজো করার জন্য যাচ্ছেন। ভিড়ে থিকথিক করছিল চারিদিক। পুরোটাই ড্রোনের ভিজুয়াল।