AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Couple Fighting: দিন দিন কি দাম্পত্য জীবনে অশান্তি বেড়েই চলেছে? সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন ফেং শুই টিপিস

Vastu Tips: হিন্দুধর্ম অনুসারে,  স্বামী-স্ত্রীর সম্পর্ক বহু জন্মের। কথিত আছে, সাত জন্ম একসঙ্গে থাকার ইচ্ছে সাত জন্ম স্বামী-স্ত্রী হয়ে বেঁচে থাকা। শুধুমাত্র তারাই সাত জন্ম একসঙ্গে থাকতে পারেন, কারণ তাদের মধ্যে সেই প্রেম. ভালবাসার বন্ধনটি জীবিত রয়েছে। কিন্তু এই বন্ধন আলগা হলেই শুরু হয় দাম্পত্য জীবনে অশান্তি, সন্দেহ, অবিশ্বাস ও সম্পর্কে চিড়। 

Couple Fighting: দিন দিন কি দাম্পত্য জীবনে অশান্তি বেড়েই চলেছে? সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন ফেং শুই টিপিস
| Updated on: Mar 01, 2024 | 1:33 PM
Share

ছোটখাটো বিষয় নিয়ে বিস্তর ঝামেলা শুরু হওয়া কোনও বড় কথা নয়। এমন ঝামেলা তো প্রতিটি সম্পর্কের মধ্যে হয়ে থাকে। প্রবাদ রয়েছে, যত বেশি ঝগড়া, তত বেশি ভালবাসা। তাই ঝগড়া-অভিমান ভুলে ফের একে অপরের মধ্যে প্রেম-ভালবাসা খুঁজে পাওয়াই একটি সম্পর্কের মূলধন। বর্তমানে এই ছোটখাটো বিষয়গুলিই যখন আরও বড় আকার ধারণ, করে থখন দাম্পত্যজীবনে এক কলহ শুরু হয়। ছোট ছোট সমস্যাকে ঘিরে স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার অশান্তি বাড়তেই থাকে। বিয়ের আগে ও পরে উভয়ের মধ্যে সমস্যা তৈরি না হলেও নতুন বাড়িতে গিয়ে দাম্পত্য জীবনে যেন ভালবাসা ভুলে সমস্যার মেঘ তৈরি করে। খুলতে থাকে বৈবাহিক সম্পর্কের বাঁধন। দূরত্ব বেড়ে এমন পর্যায়ে চলে যায়, বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য স্বামী ও স্ত্রী উভয়েই চেষ্টা করে গেলেও সুরাহা মেলে না অনেকসময়। বিবাহিত জীবনে সুখ ওশান্তি বজায় রাখতে মেনে চলা উচিত বাস্তুটিপস।

হিন্দুধর্ম অনুসারে,  স্বামী-স্ত্রীর সম্পর্ক বহু জন্মের। কথিত আছে, সাত জন্ম একসঙ্গে থাকার ইচ্ছে সাত জন্ম স্বামী-স্ত্রী হয়ে বেঁচে থাকা। শুধুমাত্র তারাই সাত জন্ম একসঙ্গে থাকতে পারেন, কারণ তাদের মধ্যে সেই প্রেম. ভালবাসার বন্ধনটি জীবিত রয়েছে। কিন্তু এই বন্ধন আলগা হলেই শুরু হয় দাম্পত্য জীবনে অশান্তি, সন্দেহ, অবিশ্বাস ও সম্পর্কে চিড়।

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ

স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তুঙ্গে উঠলে বা অল্প কথায় রোজ রোজ বড়সর অশান্তি শুরু হলে চিনা বাস্তু ও জ্যোতিষ প্রতিকার মেনে সমস্যার সমাধান করা উচিত। বৈবাহিক সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে চিন্তা নয়, সম্পর্ককে মজবুত গড়তে ফেং শুই নিয়ম মেনে চলা উচিত।

ফেং শুই টিপস মেনে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান চেষ্টা করুন

1. বেডরুমে যদি দরজার ঠিক সামনে মাস্টার বেড থাকে, তাহলে আজই জায়গা বদল করা উচিত। ঘুমন্ত অবস্থায় পা বা মাথা দরজার দিকে থাকলে স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ তৈরি হয়। ধীরে ধীরে দাম্পত্য জীবনে চিড় ধরতে শুরু করে।

2. বেডরুমে টিভি বা কম্পিউটার রাখলে দাম্পত্য জীবনে ঘেন্না তৈরি হয়। যদি বাড়ির অবস্থা এমন হয় যে সেখান থেকে টিভি বা কম্পিউটার সরানো সম্ভব নয়, তাহলে ব্যবহার করার পরে একটি মোটা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

3. ঘরের অন্দরসজ্জার সময় মাথায় রাখুন বেশ কিচু নিয়ম। বেডরুমের রঙ কখনও কালো বা ডার্ক পেইন্টিং করবেন না, তাতে মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এই রঙের কারণেই স্বামী-স্ত্রীর মতের কখনও মিল হয় না।

4. ফেং শুইয়ের এই ছোট ছোট ব্যবস্থাগুলি গ্রহণ করলে, বিবাহিত জীবন আগের ভালবাসায় পূর্ণ থাকবে। দুজনের সম্পর্কও মধুর হয়ে উঠবে।