Durga Puja 2021: জেনে নিন ২০২১-এর মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

বাঙালির ক্যালেন্ডার দেখা মাত্রই প্রথমে যেদিকে বিশেষ নজর যায় তা হল দুর্গাপুজোর তারিখের দিকে। তাই সংক্রমণকে নিয়েই চলছে পুজোর প্ল্যানিং।

Durga Puja 2021: জেনে নিন ২০২১-এর মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট
ছবিটি প্রতীকী

| Edited By: দীপ্তা দাস

Jul 25, 2021 | 5:08 PM

করোনার জেরে আগের বছরের মতো এবারও বাঙালির প্রিয় উত্সবের রং ফিকে হতে পারে। আনন্দের মাঝেই যে বিষাদের ঘণ্টা বাজছে তা বছরের শুরুতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অগষ্টের গোড়াতেই আছড়ে পড়তে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। ফলে এবছরও যে পুজোর উন্মাদনায় জল ঢেলেছে কোভিড, তা বলাই বাহুল্য। তবে আমবাঙালির সবচেয়ে বড় উত্সব কি কখনও মন-প্রাণ থেকে বাদ যেতে পারে। সংক্রমণের আতঙ্কের মধ্যেই দিন গোনা শুরু হয়ে গিয়েছে মহালয়া ও দুর্গাপুজোর তারিখ নিয়ে।

বাঙালির ক্যালেন্ডার দেখা মাত্রই প্রথমে যেদিকে বিশেষ নজর যায় তা হল দুর্গাপুজোর তারিখের দিকে। তাই সংক্রমণকে নিয়েই চলছে পুজোর প্ল্যানিং। ঢাকের কাঠি পড়া থেকে শিউলির স্নিগ্ধ ও মিষ্টি গন্ধে সারা বাংলার আকাশ জুড়ে দুর্গার আগমনের প্রস্তুতি নিতে শুরু করে। মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদউত্সব। ২০২০ সালে বিজয়াতে সকলের প্রার্থনা আর আশা কতটা মেটাতে পারলেন এখন সেটাই দেখার। তবুও আশায় বুক বেঁধেই বাঙালি মনপ্রাণ দিয়ে একটাই প্রার্থনা করে চলেছে, আর করোনা নয়! এবারের পুজো আর স্বজন হারা আর্তনাদ নয়, পুজোয় সকলের মঙ্গল ও সুস্বাস্থ্যই এখন কামনার।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২১ সালের বিশেষ এই দিনের অপেক্ষা কবে শেষ হচ্ছে দেখে নিন এক নজরে…

২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট-

মহালয়া ৬ অক্টোবর ২০২১ বুধবার
মহাপঞ্চমী ১০ অক্টোবর ২০২১ রবিবার
মহাষষ্ঠী ১১ অক্টোবর ২০২১ সোমবার
মহাসপ্তমী ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার
মহাষ্টমী ১৩ অক্টোবর ২০২১ বুধবার
মহানবমী ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
বিজয়া দশমী ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

আরও পড়ুন: Sawan Month 2021: শিবভক্ত হলে শ্রাবণ মাসে এই ৫ খাবার ভুলেও ছোঁবেন না!