Lunar Eclipse: বছরের প্রথম চন্দ্র গ্রহণ! এই সময়ে বড় বিপদ হতে পারে আপনার, কেন জানেন?
Lunar Eclipse: ১৪ মার্চ ২০২৫ পড়েছে দোলযাত্রা। জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিরল যোগে ঔই দিন সকাল ৯টা ২৯ মিনিটে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ নির্দিষ্ট সময়ের অন্তরে নিজের অবস্থান পরিবর্তন করে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রাশিতে অবস্থান করে তারা। যার প্রভাব প্রতক্ষ্য বা পরোক্ষভাবে আমাদের জীবনে এসে পড়ে। যেমন ধরুন কারও শুক্র খারাপ থাকলে জীবনে নেমে এসে দুর্ভোগ। আবার রাহু এবং শুক্র ভাল হলে প্রেম থেকে কর্মজীবন, ব্যক্তি জীবনে তাঁর সাফল্য কেউ আটকাতে পারেন না। যখনই গ্রহরা স্থান পরিবর্তন করে, তখনই জীবনে কোনও না কোনও প্রভাব পড়তে দেখা যায়। কখনও সেই প্রভাব প্রচন্ড বেশি হয়, কখনও সেই প্রভাব হয় অত্যন্ত হালকা।
১৪ মার্চ ২০২৫ পড়েছে দোলযাত্রা। জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিরল যোগে ঔই দিন সকাল ৯টা ২৯ মিনিটে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। চলবে দুপুর ৩টে ২৯ মিনিট পর্যন্ত। যদিও ভারতে তা দেখা যাবে না বলে সূতক কাল মানা হবে না। তবে চন্দ্রগ্রহণের প্রভাব বিদ্যমান হবে।
ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং দক্ষিণ ও উত্তর মেরুতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
জ্যোতিষ শাস্ত্র বলছে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটছে। তাই সিংহ রাশির জাতকদের উপরেই প্রভাব হবে সবচেয়ে ভয়ানক। এই সময়ে পারিবারক কলহ, আর্থিক ক্ষতি, মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সাবধানে থাকা উচিত। সিংহ রাশির জাতক-জাতিকা হলে সাবধানে থাকাটাই বাঞ্চনীয়। এই সময়ে সুস্থ থাকতে হলে ধারালো জিনিসের ব্যবহার না করাই ভাল। এরেপরে এই বছরের চন্দ্রগ্রহণ হবে জুলাই মাসে। প্রতি বছর নিয়ম মেনে দুবার চন্দ্রগ্রহণ এবং দুবার সূর্যগ্রহণ হয়। সেই মতোই এই বছরের প্রথম চন্দ্র গ্রহণ পড়েছে ১৪ মার্চ হোলির দিনে।
