
ভগবানে বিশ্বাস করেন যে সকল ব্যক্তিরা, তাঁরা যে কোনও কাজের আগে ঈশ্বরকে স্মরণ করেন। আসলে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির কথা অনেকেই কল্পনা করতে পারেন না। অনেকে নিজের প্রিয়জনকে কোনও দেবতার মূর্তি বা ছবি উপহার দেন। মন থেকে এই আশা নিয়ে হয়তো দেন যে, ওই ব্যক্তিটিকেও অর্থাৎ তাঁর প্রিয়জনকে আশীর্বাদ করবেন ঈশ্বর। সামনেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। এই দিন প্রিয়জনকে গণেশ মূর্তি বা ছবি উপহার দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। জেনে নিন সেগুলি কী কী।
এমনটা মনে করা হয় যে, যখন কেউ কাউকে সেই ব্যক্তির সমৃদ্ধি কামনা করে কোনও দেবতার মূর্তি উপহার দেন, তাতে খানিকটা পুণ্য যিনি দাতা (উপহার দিচ্ছেন), তিনিও অর্জন করতে পারবেন। তবে অবশ্যই কাউকে মূর্তি উপহার দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
১) দেবতার মূর্তি উপহার দিতে গিয়ে অনেকে স্টোনডাস্ট বা ধাতুর মূর্তি বেছে নেন। এই ধরনের মূর্তি কিন্তু পুজোর জন্য মোটেও উপযুক্ত নয়। বরং শাস্ত্র বলছে, পুজোর জন্য মাটির বা পিতলের মূর্তি সবচেয়ে ভাল।
২) প্রিয়জনকে যদি গণেশের মূর্তি উপহার দেন, তা হলে তাঁর শূঁড় ডান দিকে থাকলে, সেই মূর্তি পুজো করা উচিত নয়। কারণ ওই মূর্তি পুজোতে কোনওরকম ভুল ত্রুটি হলে ফল ভয়ঙ্কর হয়।
৩) কাউকে শুভকাজে যদি দেবতার মূর্তি উপহার হিসেবে দেন, তা হলে খেয়াল রাখতে হবে সেটি যেন বেশি বড় না হয়। তাই ঠাকুরের ছোট মূর্তি উপহার নেওয়া শুভ।
৪) প্রিয়জনকে উপহার দেওয়ার সময় গণেশের মূর্তির শূঁড় যদি সোজা অবস্থায় থাকে, তা হলে সেই মূর্তি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে সুখ ও শান্তির ভারসাম্য বজায় থাকে। সেইসঙ্গে সমৃদ্ধিও বৃদ্ধি পায়।
৫) বামদিকে শূঁড় বাঁকানো গণেশ মূর্তি উপহারের জন্য শ্রেয়। বাড়ির মূল প্রবেশদ্বারের বাম দিকে যদি শূঁড় বাঁকানো গণেশের মূর্তি রাখেন তা হলে সেই বাড়ির শুভ শক্তি বজায় থাকে।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।