AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান! এই ভুল করলেই চঞ্চলা হয়ে উঠবে লক্ষ্মী

দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুধু বৃহষ্পতিবারই নয়, কোজাগরী পূর্ণিমা ও নিয়মিতভাবে পুজো করে থাকেন অনেকে। লক্ষ্মীর পাঁচালি পাঠ করে লক্ষ্মীর আরাধনা করা বাঙালির বাড়িতে খুবই সাধারণ একটি ঘটনা।

সাবধান! এই ভুল করলেই চঞ্চলা হয়ে উঠবে লক্ষ্মী
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 4:42 PM
Share

ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হিসেবেই তিনি পরিচিত। তাই ঘরে সমৃদ্ধি ও সুখ বজায় রাখতে বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন। লক্ষ্মী হলেন ত্রিদেবীর একজন। ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হিসেবেই তিনি পরিচিত। তাই ঘরে সমৃদ্ধি ও সুখ বজায় রাখতে বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুধু বৃহষ্পতিবারই নয়, কোজাগরী পূর্ণিমা ও নিয়মিতভাবে পুজো করে থাকেন অনেকে। লক্ষ্মীর পাঁচালি পাঠ করে লক্ষ্মীর আরাধনা করা বাঙালির বাড়িতে খুবই সাধারণ একটি ঘটনা। তবে পুজো ও ধ্য়ানের মাধ্যমেই লক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

লক্ষ্মীপুজোয় সামান্য অবহেলাতেই খুবই বিরক্ত হোন লক্ষ্মী। তার জেরে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে পুজোর মাধ্যমে নয়, রোজকার কিছু কাজের মাধ্যমেও ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব। অন্যদিকে, যারা নিষ্ঠাভরে পুজো করেন না তাদের উপর কখনওই দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষায় না। নিয়ম করে সকাল-সন্ধ্যে ঘরে প্রদীপ যদি না জ্বালানো হয়, তাহলেও লক্ষ্মী কখনও ঘরে প্রবেশ করে না।

শাস্ত্র মতে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে যাঁদের, তাঁদের ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষায় না। জীবনভর অর্থকষ্টই থেকে যায়। তাই সূর্যোদয়ের আগে উঠা খুবই জরুরি। এমন ব্যক্তিদের হাতে টাকাও বেশিদিন থাকে না। শাস্ত্র মতে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে যাঁদের, তাঁদের ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষায় না। জীবনভর অর্থকষ্টই থেকে যায়। তাই সূর্যোদয়ের আগে উঠা খুবই জরুরি। এমন ব্যক্তিদের হাতে টাকাও বেশিদিন থাকে না। নোংরা পোশাক পরা, অপরিষ্কার হয়ে থাকা একেবারেই থাকবেন না। তাতে লক্ষ্মী রেগে যান। যাদের ঘর পরিষ্কার থাকে না, তাদের বাড়িতে ধনদেবীর প্রবেশ হয় না।

যারা খুব বেশি গালাগালি, কঠিন মনের হোন, অন্যের সঙ্গে বাজে ব্যবহার করেন তাদের সঙ্গেও দেবী লক্ষ্মী কখনও পাশে থাকেন না। এমন ব্যক্তিদের উপর দেবী লক্ষ্মী সর্বদা ক্রুদ্ধ হন। যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণ করা উচিত। রান্নাঘরে দীর্ঘ সময় ধরে এঁটো বাসন রাখা হলে সেই ঘরে লক্ষ্মীর প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। তাই ঘরের রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি।

রান্নাঘরে দীর্ঘ সময় ধরে এঁটো বাসন রাখা হলে সেই ঘরে লক্ষ্মীর প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। তাই ঘরের রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি।