নতুন বছরকে স্বাগত জানানোর আগে অবশ্যই মাথায় রাখুন এই বাস্তু টিপস
শুধু মহাদেবের পুজোয় মগ্ন হলেই হবে না, নতুন বছর যাতে কোনও অমঙ্গল না হয়, গোটা বছর যাতে কোনও কিছর ঘাটতি না থাকে, তার জন্য নয়া সালের গোড়াতেই ঘরে আনুন মহাদেবের সঙ্গে সম্পর্কিত ৩ জিনিস।

আর মাত্র কয়েকটা দিন, দেখতে দেখতে চলে আসবে পয়লা বৈশাখ। আগামী বছরকে স্বাগত জানানোর জন্য কাউন্টডাউন শুরু। নতুন বছর সকলের শুভ ও মঙ্গল হোক, এমনটাই চান সবাই। তাই বাস্তুমতে, নতুন বছরের শুরুতেই বেশ কিছু শুভ ও পজিটিভ জিনিস ঘরে আনলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে গোটা বছর। আর একজন সাধারণ মানুষ এর চাইতে আর বেশি কিছু চান না। তাই নববর্ষের প্রথম দিনেই ঘরে আনুন বাস্তুশাস্ত্র অনুসারে। হাতে নাতে প্রমাণ পাবেন নতুন বছরেও। ঘরে বজায় থাকবে সুখ, সৌভাগ্য ও সম্পদ।
নতুন বছরের প্রথম দিনে স্নান করার পর মন দিয়ে ধ্যান বা মেডিটেশন করা উচিত। তারপর নিষ্ঠাভরে, নিয়ম-আচার মেনে মহাদেবের পুজো করা উচিত। তাতে ঘরে সুখ-শান্তি, সৌভাগ্য বৃদ্ধি পেতে পারেন। শুধু মহাদেবের পুজোয় মগ্ন হলেই হবে না, নতুন বছর যাতে কোনও অমঙ্গল না হয়, গোটা বছর যাতে কোনও কিছর ঘাটতি না থাকে, তার জন্য নয়া সালের গোড়াতেই ঘরে আনুন মহাদেবের সঙ্গে সম্পর্কিত ৩ জিনিস।
নতুন বছরের ক্যালেন্ডার যদি দেখেন, তাহলে এবছরের শেষ দিন হল রবিবার। আর শুরু হচ্ছে সোমবার থেকে। আর সোমবার ভোলেবাবার উদ্দেশ্যে নিবেদিত। তাই এই দিনে মহাদেব ও পার্বতীর পুজো করা হয়। অনেকেই প্রতি সোমবার উপবাস রেখে শিবের আরাধনা করাই নিয়ম। তাই মহাদেবের সেবা করার পাশাপাশি শিবের বেশ কিছু পছন্দের জিনিস কিনলে তা শুভ বলে মনে করা হয়। কী কী কিনবেন, তার গুরুত্ব কী, বাস্তুমতে, জেনে নিন…
ডমরু
বাড়িতে নেগেটিভি শক্তির প্রবেশ হয়েছে, তা বুঝতে যদি পারেন তাহলে নতুন বছরের প্রথম দিনে দোকান থেকে একটি ডমরু কিনে ঘরে আনতে পারেন। নিয়ম অনুসারে, শিব ও পার্বতীর পুজো করতে পারেন। সই সময় অবশ্যই ডমরু বাজানো উচিত, তাতে পজিটিভ শক্তির প্রবেশ হয় ও চারিদিকে তা ছড়িয়ে পড়ে।
শিবলিঙ্গ
বাড়িতে ভোলেবাবার আশীর্বাদ বজায় রাখতে চাইলে নতুন বছরের প্রথম দিনে দোকান থেকে পারদ রঙের শিবলিঙ্গ কিনে বাড়িতে নিয়ে আনতে পারেন। ঠাকুরঘরে রেখে রীতি মেনে তা পুজো করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করলে সব দুঃখ-কষ্টের বিনাশ হয়।
ত্রিশূল
আর্থিক সংকট কি কাটতেই চাইছে না! আর্থিক অবস্থার পরিস্থিতি উন্নতি করতে নয়া সালের প্রথম দিনে একটি ত্রিশূল কিননে বাড়িতে রাখতে পারেন। হিন্দু রীতি-নীতি মেনে ত্রিশূর দিয়ে শঙ্করনাথের পুজো করা উচিত। কথিত আছে, ঘরে ত্রিশূল আনলে আয় ও সৌভাগ্য বৃদ্ধি পায়। বাড়িতে সর্বত্র পজিটিভিটি বজায় থাকে।





