AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Shastra 2022: ঘর থেকে বেরনোর সময় এই জিনিসগুলো দেখে ফেলেছেন? শুভ না অশুভ, বুঝবেন কীভাবে?

Vaastu Tips: প্রতিদিনকার সংঘাতপূর্ণ জীবন আমাদের। প্রতিদিন লড়াই করে ছিনিয়ে আনতে হয় সফলতা। সুতরাং বাড়ির বাইরে কাজের জন্য বেরতেই হয় রোজ।

Vastu Shastra 2022: ঘর থেকে বেরনোর সময় এই জিনিসগুলো দেখে ফেলেছেন? শুভ না অশুভ, বুঝবেন কীভাবে?
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 6:10 AM
Share

অনেকেই পরিবেশের শুভ (Auspicious) এবং অশুভ সঙ্কেত-এর বিষয়ে সম্পর্কে বিশ্বাস পোষণ করেন। উদাহরণ হিসেবে বলা যায় কোনও কোনও ব্যক্তি মনে করেন কাজে বেরনর আগে এক শালিখ দেখা অশুভ। আবার দুই শালিখ দেখলে তা কর্মে সফলতার ইঙ্গিত দেয়। বিশ্বাসীরা চান, কোনও কাজ করতে যাওয়ার সময় তাঁর সামনে যেন শুধু শুভ সঙ্কেতগুলিই হাজির হয় যাতে তাঁর সঙ্গে আনন্দদায়ক ঘটনাই ঘটে! প্রতিদিনকার সংঘাতপূর্ণ জীবন (Daily Life) আমাদের। প্রতিদিন লড়াই করে ছিনিয়ে আনতে হয় সফলতা। সুতরাং বাড়ির বাইরে কাজের জন্য বেরতেই হয় রোজ। ফলে সকালে ঘর থেকে বেরনর পরে শুভ সঙ্কেতগুলি চোখের সামনে এলে আমরা সহজেই বুঝতে পারি দিনটা ভালো এবং শান্তিতে কাটতে চলছে। প্রশ্ন হল কী কী সঙ্কেত চোখে পড়লে বুঝতে পারবেন দিনটা সাফল্যে পূর্ণ হতে চলেছে? দেখা যাক—

• বাড়ি থেকে বেরনোর সময় চোখের সামনে গোদুগ্ধ দেখলে বুঝতে হবে তা শুভ সঙ্কেত। এমনকী উথলে ওঠা দুধ দর্শন করলেও তা অতিশয় শুভ।

এছাড়া বিয়ে করতে যাওয়ার পথে বাছুর তার গাভী মায়ের বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে এমন দৃশ্য ভবিষ্যৎ জীবন সুখ, সম্পদ ও সাফল্যে ভরিয়ে দেয়।

• প্রত্যুষে কোনও সাধু গৃহে প্রবেশ করলে তা অত্যন্ত শুভ। কখনওই তাদের বাড়ি থেকে ফিরে যেতে দেবেন না। মনে করা হয় সাধুকে দান করতে পারলে সেই কর্মফলে যে কোনও আটকে থাকা সম্পদ ফেরত পাওয়া যায়। এমনকী ব্যবসা ও কর্মেও সাফল্য আসে।

• কোনও শুভ কাজে বাড়ি থেকে বেরনর পরে চোখের সামনে মধু দেখলে কিংবা যাত্রাপথে গরু চলে এলে ওই কাজে নিশ্চিতভাবে সাফল্য মেলে।

• যাত্রাপথে শশ্মানের উদ্দেশে নিয়ে যাওয়া মৃতদেহ দর্শন শুভ বলে মনে করা হয়।

• হিন্দুধর্মে গুড়ের বিশেষ গুরুত্ব রয়েছে।

সকালে গুড়দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকী বাড়ি থেকে বেরনর সময় গুড়ে পূর্ণ পাত্র দেখাও শুভ।

• কোনও কাজ করতে বেরিয়ে রাস্তায় পাখিরা ভাগ করে খাদ্য খাচ্ছে দেখলে তা ওই কার্যে সাফল্যের ইঙ্গিত দেয়।

• বাড়ি থেকে বেরনর সময় জলপূর্ণ পাত্র দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ সঙ্কেত কার্যে সাফল্যের ইঙ্গিত প্রদান দেয়।

• বাড়ি থেকে বেরিয়েই বৃষ্টি ছাড়াই হঠাৎ করে চারিদিক শীতল হয়ে এলে বুঝতে হবে তা শুভ সঙ্কেত।

• শুভ কাজে বেরনর সময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা অত্যন্ত শুভ। এই ধরনের সঙ্কেত কর্মে সাফল্য লাভের ইঙ্গিত দেয়।

• গৃহ থেকে কাজে বেরনর সময় ফুল ফুটতে দেখাও জীবনে কোনও পবিত্র কিছু ঘটার দিকে ইঙ্গিত দেয়।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।