Manglik Dosh: কুণ্ডলী থেকে মাঙ্গলিক দোষ দূর করতে এদিন করুন এই ৫ কাজ! কেটে যাবে সব বাধা
Hanuman Jayanti 2023: এদিনে হনুমানের পুজো করে কিছু জ্যোতিষশাস্ত্র করলে মাঙ্গলিক দোষ দূর হয়। মাঙ্গলিক দোষ দূর করতে হনুমান জয়ন্তীর দিন কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা দেখে নিন...
প্রতি বছরের মতো হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জয়ন্তী উৎসব। এই দিনটিকে মাঙ্গলিক দোষ দূর করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার এই শুভ তিথি পালিত হয়েছে বৃহস্পতিবার। ধর্মীয় বিশ্বাস অনুসারে,এ দিনে অঞ্জনির পুত্র হনুমানজির জন্ম হয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ রয়েছে, তারা এদিনে হনুমানের পুজো করে কিছু জ্যোতিষশাস্ত্র করলে মাঙ্গলিক দোষ দূর হয়। মাঙ্গলিক দোষ দূর করতে হনুমান জয়ন্তীর দিন কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা দেখে নিন…
মঙ্গলের অবস্থান শক্তিশালী করুন:
জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমান জয়ন্তীর দিন উপবাস করুন ও ভোগ হিসেবে বোঁদে নিবেদন করুন। এর সঙ্গে লাল জিনিস যেমন মসুর ডাল, লাল কাপড়, লাল গোলাপ, গম, গুড়, তামা, স্বর্ণ দান করুন। মনে রাখবেন এদিন ভুলেও জমি খনন করবেন না ও পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা করবেন না। এতে করে মাঙ্গলিক দোষ দূর হয় ও কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী হয়।
হনুমানজির কৃপা বজায় থাকে:
মাঙ্গলিক দোষ দূর করতে, কাছের হনুমান মন্দিরে যান, সেখানে হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীকে লাল সিঁদুর ও কেশর অর্পণ করুন। এর পাশাপাশি, জুঁই তেলের প্রদীপের সাহায্যে সকাল-সন্ধ্যে বজরঙ্গবলীর আরতি করুন। এতে করে কুণ্ডলীতে মঙ্গল দোষের প্রভাব কমে যায় ও হনুমানজীর কৃপাও বজায় থাকে।
মঙ্গল দোষ দূর হয়: মাঙ্গলিক দোষ দূর করতে হনুমান জয়ন্তীর দিন লাল কাপড় পরে হনুমান মন্দিরে কুশের আসনে বসে সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করুন। এর জেরে মঙ্গল দোষ দূর হয় ও হনুমানজীর আশীর্বাদে সকল কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
হনুমানজির আশীর্বাদ
হনুমান জয়ন্তীর দিন হনুমানজীর উপবাস রাখুন ও আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করুন। এছাড়াও, নিকটবর্তী হনুমান মন্দিরে যান ও কপালে হনুমানজির পায়ের সিঁদুর লাগান। তার কাছে মঙ্গল কামনা করুন। এতে করে কুণ্ডলী থেকে মঙ্গল দোষ দূর হয় ও হনুমানজির কৃপা বজায় থাকে।
মাঙ্গলিক দোষ দূর হয়
হনুমান জয়ন্তীর দিন, একটি খালি জায়গায় একটি নিম গাছ লাগান ও বড় না হওয়া পর্যন্ত যত্ন নিন। আপনি যদি একটি বড় নিম গাছ লাগান, তাহলে ৪৩ দিন যত্ন নিন। এছাড়াও হনুমান মন্দিরে গিয়ে ১০০১ বার হনুমান চালিসা পাঠ করুন। এর মাধ্যমে মাঙ্গলিক দোষ দূর হয় ও পথে যত বাধাই আসে তা দূর হয়ে যাবে।
শুভ ফল পাবেন কীভাবে:
হনুমান জয়ন্তীর দিন ‘ক্রান ক্রীণ ক্রাউন সা: ভৌমায়া নমঃ’ মন্ত্রটি ১০ হাজার বার জপ করুন। এর ফলে কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান মজবুত হয়, যার ফলে শুভ ফল দেওয়া শুরু হয়, মাঙ্গলিক দোষও চলে যায়। এর পাশাপাশি বানরকে গুড় ও ছোলা খাওয়াতে পারেন।