Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে নিশীথ কালে শিবলিঙ্গে ক’টি বেলপাতা দিলে তুষ্ট হবেন মহাদেব?

Feb 26, 2025 | 3:37 PM

Maha Shivratri 2025: শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রির পুজোয় মহাদেবকে বেলপাতা নিবেদনের কিছু নির্দিষ্ট নিয়মের কথাও উল্লেখ করা রয়েছে। অনেকেই জানেন না শিবলিঙ্গে ঠিক কতগুলি বেলপাতা নিবেদন করা উচিত। শুধু তাই নয়, কেমন বেলপাতা নিবেদন করতে হয়? তাও অনেকের অজানা।

Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে নিশীথ কালে শিবলিঙ্গে কটি বেলপাতা দিলে তুষ্ট হবেন মহাদেব?
Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে নিশীথ কালে শিবলিঙ্গে ক'টি বেলপাতা দিলে তুষ্ট হবেন মহাদেব?
Image Credit source: Parveen Kumar/HT via Getty Images

Follow Us

শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে মহাদেবের ভক্তরা নিয়ম মেনে জল ঢালেন। এ ছাড়াও বছরভর শিবভক্তরা অপেক্ষায় থাকেন মহাশিবরাত্রির (Maha Shivratri)। শিবভক্তদের কাছে এটি একটি বিশেষ দিন। এদিন মহাদেবের ভক্তরা শিব মন্দিরে ভিড় করেন। অত্যন্ত কঠিন উপোস করেন। এবং ব্রত পালন করে শিবের পুজো করেন। শাস্ত্র মতে এই দিন ভক্তিভরে শিবলিঙ্গে (Shivling) জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের পুজোয় খুব সাধারণ সামগ্রী হল জল এবং বেলপাতা। তার সঙ্গে দুধ ও মধু দিলে মহাদেব বেশ প্রসন্ন হন। অনেক সময় একটি বেলপাতাতেও সন্তুষ্ট হন শিব। তাঁর অত্যন্ত প্রিয় একটি জিনিস বেলপাতা। কিন্তু এই বিশেষ দিনে শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করারও বেশ কিছু নিয়ম রয়েছে। শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রির পুজোয় মহাদেবকে বেলপাতা নিবেদনের কিছু নির্দিষ্ট নিয়মের কথাও উল্লেখ করা রয়েছে। অনেকেই জানেন না শিবলিঙ্গে ঠিক কতগুলি বেলপাতা নিবেদন করা উচিত। শুধু তাই নয়, কেমন বেলপাতা নিবেদন করতে হয়? তাও অনেকের অজানা।

মহাদেবকে কতগুলো বেলপাতা নিবেদন করা উচিত?

মহাদেবের সকল ভক্ত ইচ্ছে মতো একটি বেলপাতা নিবেদন করতে পারেন। এ ছাড়া শিবলিঙ্গে ১১ বা ২১টি বেলপাতা অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার আগে তা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে দুধ ভর্তি পাত্রে রাখতে হবে। সাধারণ জল দিয়ে ধুয়ে দেওয়ার পর গঙ্গা জলে ধুয়ে বেলপাতায় চন্দন দিয়ে “ওঁ” তৈরি করুন। এরপর “ওঁ নমঃ শিবায়” মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গে একটি করে বেলপাতা অর্পণ করতে হবে। নিশীথ কালে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে মহাদেবের আশীর্বাদ বেশি পাওয়া যায়। এই নিশীথ কাল শুরু ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা বেজে ৯ মিনিটে। তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি ১২টা বেজে ৫৯ মিনিটে।

এই খবরটিও পড়ুন

শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন?

বেলপাতার মসৃণ অংশ অর্থাৎ সামনের দিকটি শিবলিঙ্গের উপরের অংশে থাকতে হবে। ভুলেও কখনও বেলপাতার পাতা কাটা বা ছেঁড়া থাকা উচিত নয়। সাধারণত ৩টি পাতা বিশিষ্ট বেলপাতাই মহাদেবকে নিবেদন করা হয়। তবে এক বা পাঁচটি পাতার বেলপাতাও পাওয়া যায়। সেটিও মহাদেবকে দেওয়া হয়। শাস্ত্র অনুযায়ী বেল পাতায় যত বেশি পাতা থাকবে, ততই উপকার হবে। মহাদেবকে তিন পাতা বিশিষ্ট বেলপাতা নিবেদন করা সবচেয়ে ভালো বলা হয়।

শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের একাধিক উপকারিতা রয়েছে। বিশ্বাস করা হয় যে, এটি করলে মহাদেব খুব দ্রুত প্রসন্ন হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাশিবরাত্রিতে যে সমস্ত ভক্তরা ভগবান শিবকে বেলপাতা নিবেদন করেন, তাদের অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়। একইসঙ্গে মহাশিবরাত্রির দিন যে স্বামী-স্ত্রী একসঙ্গে মহাদেবকে বেলপাতা নিবেদন করেন, তাদের বিবাহিত জীবন বেশ সুখের হয়। একইসঙ্গে সন্তান সুখও লাভ হয়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।