AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaastu Tips: মৃত ব্যাক্তির ছবি বাড়িতে রাখার সঠিক নিয়ম জানেন তো? না হলেই কিন্তু হতে পারে বড় বিপদ

সঠিক নিয়ম না মানলে জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। জানেন ছবি রাখার সঠিক নিয়ম কী?

Vaastu Tips: মৃত ব্যাক্তির ছবি বাড়িতে রাখার সঠিক নিয়ম জানেন তো? না হলেই কিন্তু হতে পারে বড় বিপদ
Image Credit: Meta AI
| Updated on: Jan 09, 2025 | 4:11 PM
Share

প্রিয় মানুষ চলে গেলে রয়ে যায় কেবল তাঁর স্মৃতি। গুরুজনদের মৃত্যুর পরে সেটুকুই সম্বল আমাদের। তাই ভালবেসে শ্রদ্ধা ভরে তাঁদের ছবি ঘরে টাঙিয়ে রাখি আমরা। বাস্তু শাস্ত্র কিন্তু বলছে মৃত ব্যাক্তির ছবি ঘরে রাখার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। সঠিক নিয়ম না মানলে জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। জানেন ছবি রাখার সঠিক নিয়ম কী?

১। এই রকম ছবি কখনও দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে না, এই ছবি রাখতে হবে ফটো স্ট্যান্ডে, অর্থাৎ যা টেবিলের ওপর বা যে কোনও জায়গায় রাখা যায়।

২। অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে, এ রকম করা একেবারেই উচিত নয়।

৩। এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সব সময় সেই ছবি মানুষের নজরে পরে, এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।

৪। বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না, এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সঙ্কট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে।

৫। পুর্বপুরুষদের ছবি কখনও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই, এটা অশুভ মানা হয়। সব সময় উত্তর দিকে রাখতে হয় যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে।

৬। এই ধরনের ছবি কখনও ডাইনিংরুম, বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই।