Itu Puja 2023: ইতু পুজোর মন্ত্র না পড়লে হবে না কোনও কাজ! জানা আছে?
Puja Mantra: বাঙালির ঘরে ঘরে ইতুকে মাতৃদেবী হিসেবে পুজো করা হয়ে থাকে। ইতুর ঘটের গায়ে পুতুল এঁকে, সরায় মাটি দিয়ে তাতে শাক ও শস্যদানা ছড়িয়ে একটি প্রতীকী শস্যভূমি তৈরি করা হয়। ইতু প্রতিষ্ঠা করার সময় ও প্রতি রবিবার জল দেওয়ার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। আর সেই মন্ত্র না পড়লে ইতুপুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়।

বাংলার নিজস্ব একটি ব্রতের নাম এই ইতু। কার্তিক সংক্রান্তিতে সূচনা হয়ে সমাপ্তি ঘটে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে। টানা ৩০ দিনের প্রতিটি রোববারই মন্ত্র পড়ে ও পুজো করে ইতুর সরাতে জল ঢালতে হয়। এই পুজোয় কোনও পুরোহিত লাগে না। বাঙালি মেয়েরাই নিজে নিজে মন্ত্র পড়ে মনোবাসনা কামনা করে থাকেন। রয়েছে ইতু পুজোর নিজস্ব মন্ত্র, ব্রত পাঠ।
প্রথা অনুযায়ী, অগ্রহায়ণ মাসে ইতু পুজোর চল রয়েছে। সূর্যপুজোর উপর নামই হল ইতুপুজো। সূর্য হল মিত্র, তাই একে মিত্রপুজোও বলা হয়। প্রতি রবিবার সূর্যের উপাসনা করে ইতুর সরায় জল ঢেলে পুজো করা হয়। বাঙালির ঘরে ঘরে ইতুকে মাতৃদেবী হিসেবে পুজো করা হয়ে থাকে। ইতুর ঘটের গায়ে পুতুল এঁকে, সরায় মাটি দিয়ে তাতে শাক ও শস্যদানা ছড়িয়ে একটি প্রতীকী শস্যভূমি তৈরি করা হয়। ইতু প্রতিষ্ঠা করার সময় ও প্রতি রবিবার জল দেওয়ার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। আর সেই মন্ত্র না পড়লে ইতুপুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়।
হিন্দুধর্ম মতে, সূর্য হল উর্বরা বা বংশবৃদ্ধির প্রতীক। সূর্যের আশীর্বাদে মহিলারা সন্তানসুখ পেয়ে থাকে। আবার সূর্যের অভিশাপে নারী বন্ধ্যাত্বের মতো পরিস্থিতিরও সম্মুখীন হয় বলে মনে করা হয়। তাই মাতৃসুখ পেতে এই পবিত্র মাসে সূর্যের উপাসনা করা হয়ে থাকে। যে দুটি মন্ত্র সবচেয়ে উল্লেখযোগ্য, তা এখানে দেওয়া হল…
ইতু পুজোর মন্ত্র:
“ইঁয়তি ইঁয়তি নারায়ণ, তুমি ইঁয়তি ব্রাহ্মণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও ফল।
মন্ত্র
অষ্ট চাল অষ্ট দূর্বা কলস্ পাত্রে থুয়ে।
শুন একমনে ইতুর কথা সবে প্রাণ ভরে ॥
ইতু দেন বর।
ধন-ধান্যে, পুত্র-পৌত্রে বাড়ুক তাদের ঘর ॥
কাঠি-কুটি কুড়াতে গেলাম
ইতুর কথা শুনে এলাম ।
এ কথা শুনলে কী হয়।
নির্ধনের ধন হয়।
অপুত্রের পুত্র হয়।
অশরণের শরণ হয়।
অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিম কালে স্বর্গে যায়।।
