Vastu Tips for Office Desk: অফিসের ডেস্কে কি তুলসী গাছ রাখা উচিত? টেবিলে রাখা শুভ না অশুভ, জানুন বাস্তু নিয়ম
Vastu Tips: সামনে ল্যাপটপ, পাশে থাকে বাহারি গাছ, বইপত্র, পেন স্ট্যান্ড, দরকারি জিনিসপত্রের সেট, গোছানো ফাইলপত্র ইত্যাদি সাজিয়ে বসতে পছন্দ করেন। সঙ্গে থাকে গুচ্ছের প্ল্যান্টস। অফিসের ডেস্কে সাধারণত ইনডোর প্ল্যান্টস রাখা থাকে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে, অফিসের ডেস্কে বা টেবিলে গাছ রাখা বেশ শুভ বলে মনে করা হয়।
অফিসের ডেস্ককে খুব সুন্দর করে সাজাতে ভালোবাসেন অনেকেই। সামনে ল্যাপটপ, পাশে থাকে বাহারি গাছ, বইপত্র, পেন স্ট্যান্ড, দরকারি জিনিসপত্রের সেট, গোছানো ফাইলপত্র ইত্যাদি সাজিয়ে বসতে পছন্দ করেন। সঙ্গে থাকে গুচ্ছের প্ল্যান্টস। অফিসের ডেস্কে সাধারণত ইনডোর প্ল্যান্টস রাখা থাকে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে, অফিসের ডেস্কে বা টেবিলে গাছ রাখা বেশ শুভ বলে মনে করা হয়। এতে পজিটিভিও বৃদ্ধি পায়। এর জেরে উন্নতি ও সাফল্য বৃদ্ধি পায় তড়তড়িয়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে বেশ কিছু গাছ রাখা উচিত নয়। তার মধ্যে অন্যতম হল তুলসী গাছ। অফিস ডেস্কে তুলসী গাছ রাখলে কী কী প্রভাব পড়ে, তা জানুন…
বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে তুলসী গাছ রাখা ঠিক নয়। কারণ তুলসী গাছটি পবিত্র ও ধর্মীয় গাছ। হিন্দুশাস্ত্রেও তুলসী গাছকে দেবীজ্ঞানে পুজো করা হয়। প্রতিটি হিন্দু গৃহে তুলসী গাছের পুজো করা খুবই জরুরি ও শুভ বলে মনে করা হয়। কিন্তু অফিসে সময়ে সময়ে পুজো করা সম্ভব হয় না।
পুজোর পর বাড়িতে তুলসি গাছও বসানো হয়। এছাড়া তুলসী কখনও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা উচিত নয়। কিন্তু অফিসে থাকলে গাছকে বারবার এক জায়গা থেকে অন্য স্থানে সরাতে হয়। বারবার বদলানো কখনও তুলসি গাছের পক্ষে সম্ভব নয়। তাই অফিসে রাখা ঠিক নয়।
তুলসী গাছ বাড়িতে সময়ে সময়ে পুজো করা উচিত। অফিসে তা সম্ভব নাও হতে পারে। তুলসী প্রতিষ্ঠা করে নিয়ম অনুযায়ী আরাধনা করা প্রয়োজননিয়ম না মানলে জীবনে আর্থিক সঙ্কট দেখা হতে পারে।
নিয়ম অনুযায়ী তুলসী গাছ না রাখলে গ্রহ দোষের কারণ হতে পারে। এতে বাস্তু দোষও দেখা হতে পারে। কর্মক্ষেত্রে ও জীবনের নানাক্ষেত্রে উন্নতি বন্ধ হয়ে যায়। জীবনের নানা সমস্যার মেঘ ঘনিয়ে আসতে পারে।