Jamai Sasthi 2024: এই ফল ছাড়া জামাইষষ্ঠী অসম্পূর্ণ! মেয়ে না থাকলেও শাশুড়িমায়েরা জেনে রাখুন
Hindu Rituals: ফলাহারে থাকে আম-কাঁঠাল-জাম-লিচু-সহ নানা ফল। এছাড়া দুপুরের পাতে থাকে ইলিশ মাছ, চিংড়ি মাছের রকমারি পদ, মাছের পদ, কচি পাঁঠার মাংস, রকমারি মিষ্টি, দই-সন্দেশ সহযোগে দুর্দান্ত ভুরিভোজ। আগেকার দিন নিয়ম ছিল, জামাই আদর না করলে মেয়ে সুখী দাম্পত্যজীবন কাটাতে পারে না।

- বাংলা ক্যালেন্ডার মতে, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পালন করা হয় জামাইষষ্ঠী। ক্যালেন্ডার অনুযায়ী, এবছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১২ জুন অর্থাৎ ২৯ জ্যৈষ্ঠ, বুধবার। তিথি শুরু হচ্ছে ১১ জুন সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট থেকে। শেষ হচ্ছে ১২ জুন সন্ধ্যে ৭টা ২৪ মিনিট পর্যন্ত।
- হিন্দু মতে, ষষ্ঠী মা হলেন সন্তানাদির দেবী। তিনি গর্ভবতী হওয়ার আশীর্বাদ পর্দান করেন। জামাইষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল, মাতৃত্ব, বংশবৃদ্ধি, প্রজনন। কন্যা যাতে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে, তার মঙ্গল কামনাতেই এই ষষ্ঠী পালন করা হয় সাধারণত। তাই কন্যার স্বামীকে পরম আদরে পঞ্জব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয় জামাইয়ের সামনে।
- ফলাহারে থাকে আম-কাঁঠাল-জাম-লিচু-সহ নানা ফল। এছাড়া দুপুরের পাতে থাকে ইলিশ মাছ, চিংড়ি মাছের রকমারি পদ, মাছের পদ, কচি পাঁঠার মাংস, রকমারি মিষ্টি, দই-সন্দেশ সহযোগে দুর্দান্ত ভুরিভোজ। আগেকার দিন নিয়ম ছিল, জামাই আদর না করলে মেয়ে সুখী দাম্পত্যজীবন কাটাতে পারে না।
- আগেকার দিনে অল্পবয়সে গর্ভবতী হয়ে যাওয়াতে নানারকম শারীরিক সমস্যা দেখা দিত, অপুষ্টির কারণে সন্তানধারণে সমস্যা ও সন্তানের মৃত্যুর ফলে বাড়ির মেয়ের আর বাড়িতে আসা হত না। এদিকে মেয়ের চিন্তাতে ঘুম উড়ে যেত বাবা-মায়ের।
- এদিকে মেয়ের চিন্তাতে ঘুম উড়ে যেত বাবা-মায়ের। দীর্ঘদিনের অপেক্ষাতে মন বসত না মেয়ের বাবা-মায়ের। তাই মেয়ের মুখ দেখতে জামাই আদরের পরিকল্পনা করা হলে বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠামাসের শুক্লা ষষ্ঠীতে জামাইষষ্ঠী হিসেবে পালন করা হয়।
- টা করে শাশুড়িমায়েরা যষ্ঠীর পুজো করেন। তারপর জামাইকে নেমন্তন্ন করে পাখার হাওয়া করে, ষষ্ঠীর তিলক দিয়ে জামাইপুজো করেন শাশুড়িরা।
- জামাই পুজোর সময় প্রথমে কপালে চন্দন ও দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন কন্যার মায়েরা। দীর্ঘায়ুর কামনায় তাঁকে তেল-হলুদের ফোঁটা বা সুতো হাতের কবজিতে বেঁধে দেওয়া হয়।
- প্রতিবছর জামাইষষ্ঠী পালন করেন শাশুড়িমায়েরা। বর্তমানে শুরু হয়েছে বৌমাষষ্ঠীও। এছড়া যাদের কন্যা সন্তান নেই, তাঁরাও এই ষষ্ঠী পালন করে থাকেন। নিজ সন্তান যেন থাকে দুধে-ভাতে, সেই কামনাতে এদিন ষষ্ঠীর পুজো দেন সব মায়েরা।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?








