Samudra Shastra: শরীরের ওই জায়গায় তিল থাকলে এবার আপনার কপাল খুলবে নিশ্চিত!

Samudra Shastra: বিশেষ করে সেই তিল যদি কোমড়ের ভাঁজে, ঠোঁটে বা ভ্রুর কাছে থাকে, তাহলে সেটাকেই আবার বিউটি স্পট বলে চিহ্নিত করা হয়।

Samudra Shastra: শরীরের ওই জায়গায় তিল থাকলে এবার আপনার কপাল খুলবে নিশ্চিত!
Follow Us:
| Updated on: Jan 07, 2025 | 8:39 PM

শরীরের সঠিক জায়াগায় তিল থাকলে তা একজন নারী বা পুরুষের সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে সেই তিল যদি কোমড়ের ভাঁজে, ঠোঁটে বা ভ্রুর কাছে থাকে, তাহলে সেটাকেই আবার বিউটি স্পট বলে চিহ্নিত করা হয়।

বাস্তু শাস্ত্র মতে কারও শরীরে কোথায় তিল আছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। বাস্তু শাস্ত্রের একটা অংশ সমুদ্র শাস্ত্র অনুসারে কোমড়, গলা, গাল, হাত, পা এমনকি গোপনাঙ্গেও তিল থাকতে পারে। সেই সব তিল অর্থ বহন করে। তবে সব তিল যে শুভ এমনটা নয়। জানেন শরীরের কোথায় কোথায় তিল থাকা শুভ?

গালে তিল – সমুদ্রবিজ্ঞান অনুসারে, যদি কারওর ডান গালে তিল থাকে তবে তা খুব শুভ বলে মনে করা হয়। এই স্থানে তিল থাকলে তিনি খুব ভাগ্যবান । এই ধরনের ব্যক্তিরা সময়ে সময়ে হাতে অর্থ পেতে থাকেন। অন্যদিকে, বাম গালে তিল থাকার অর্থ হল সেই ব্যক্তি খুব শৌখিন ও বিলাসপ্রিয়।

এই খবরটিও পড়ুন

কপালে তিল – অনেকের কপালে তিল থাকে। সমুদ্রবিজ্ঞান অনুসারে, কপালে তিল থাকার একটি বিশেষ অর্থ রয়েছে। কপালে তিল থাকলে সম্পদ বৃদ্ধি ঘটে। কঠোর পরিশ্রমে সাফল্য পান হাতে-নাতে।

তালুতে তিল – খুব কম মানুষের হাতের তালুতে তিল দেখা যায়। কিন্তু যাদের হাতের তালুতে তিল থাকে তারা জীবনে সাফল্য পান দ্রুত। ভাগ্যও সবসময় পক্ষে থাকে। অন্যদিকে, সমুদ্র শাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির ডান বাহুতে তিল থাকা মানে সেই ব্যক্তি ধন-সম্পদ লাভ করতে চলেছেন।