Pigeon Call: বাড়িতে রোজ পায়রার ডাক শুনতে পান? কীসের লক্ষণ জানেন?
Pigeon Call: পুরনো ধাঁচের বাড়ি হলেই অনেক সময় বাসা বাঁধে পায়রা। উঠোনে বা বাড়ির বারান্দায় ঘুরে বেড়ায় তারা। বাড়িতে পায়রা ডাকার অর্থ কি? শুভ না অশুভ? জেনে নিন এই প্রতিবেদনে।

বাড়ির আশে পাশে গাছে পাখির বাসা থাকলে তাদের কিচিরমিচির লেগেই থাকে। কখনও আবার জানলার ফাঁক গলে ঘরে ঢুকে আসে একটা বা দুটো চড়াই কিংবা পায়রাও। জ্যোতিষ শাস্ত্র বলছে মাঝে মাঝে ঘরে কিছু পাখির আসা বাঁধা ভাল। আবার তেমনই কিছু পাখির আসাটা অশুভ। পুরনো ধাঁচের বাড়ি হলেই অনেক সময় বাসা বাঁধে পায়রা। উঠোনে বা বাড়ির বারান্দায় ঘুরে বেড়ায় তারা। বাড়িতে পায়রা ডাকার অর্থ কি? শুভ না অশুভ? জেনে নিন এই প্রতিবেদনে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ঘরে পায়রা ডাকা শুভ লক্ষণ। পায়রাকে শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এর কিছু নেতিবাচক অর্থ রয়েছে।
প্রথম প্রহরে পায়রার ডাক শুনতে পেলে, তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ঘরে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। যদি চতুর্থ প্রহরে এই ডাক শব্দ শোনা যায়, তার অর্থ হল বড় ক্ষতি হতে চলেছে।
পায়রাকে খাবার খাওয়ালে কুন্ডলীতে বৃহস্পতি ও বুধের অবস্থান শক্তিশালী হয়। বাড়িতে পায়রাদের আসা-যাওয়া লেগে থাকলে তা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। যদি বাড়িতে বাসা না বেঁধেও প্রতিদিন পায়রা আসে তাহলে তা অত্যন্ত শুভ।
যদি বাইরে বেরোনোর সময় হঠাৎ আপনার ডান দিক থেকে কোনও পায়রা উড়ে যায়, তাহলে তাকে আবার অশুভ লক্ষণ বলে মনে করা হয়।
আবার যদি পায়রা আপনার মাথার উপর দিয়ে উড়ে যায়, তাহলে মনে করা হয় জীবনে আপনার কোনও বড় সমস্যার অবসান হতে চলেছে।
