Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিস

মহাদেবের আশীর্বাদ পেতে শিবভক্তরা মহাশিবরাত্রিতে উপোস রেখে নিষ্ঠাভরে শিব পুজো করেন। তবে শুধু পুজো করেই নয়, মহাশিবরাত্রির দিন কয়েকটি জিনিস দান করলে জীবনে নানা অলৌকিক ঘটনা ঘটতে পারে।

Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিস
মহাশিবরাত্রিতে মহাদেবের দ্বিগুণ আশীর্বাদ পেতে চান? দান করুণ এই ৪ জিনিসImage Credit source: Borayin Larios/Moment Open/ Getty Images

Feb 26, 2025 | 8:28 PM

ঠাকুরঘরে অনেকে রোজ শিবপুজো করেন। মহাদেবের নিত্যপুজোর নিয়ম আলাদা হয়। শ্রাবণ মাসের শিবে পুজোর নিয়ম আলাদা। রয়েছে বিশেষ গুরুত্বও। তেমনই মহাশিবরাত্রির দিন শিবের আরাধনা করারও রীতিও আলাদা। ক্যালেন্ডার বলছে আজ ২৬ ফেব্রুয়ারি। সারাদেশে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রির দিনে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। শুধু তাই নয়, কথিত রয়েছে এই বিশেষ দিনে মহাদেব শিবলিঙ্গ রূপে মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনে মহাদেবের আশীর্বাদ পেতে শিবভক্তরা উপোস রেখে নিষ্ঠাভরে শিব পুজো করেন। তবে শুধু পুজো করেই নয়, মহাশিবরাত্রির দিন কয়েকটি জিনিস দান করলে জীবনে নানা অলৌকিক ঘটনা ঘটতে পারে। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয় মহাশিবরাত্রি। এই দিন কী কী জিনিস দান করা উচিত, জেনে নিন।

মহাশিবরাত্রির দিন যে ৪টি জিনিস দান করলে পাবেন পুণ্যফল —

  • ঘি –  মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গের ঘি দিয়ে লেপ লাগালে মহাদেব অত্যন্ত খুশি হন। এ ছাড়া এই দিনে ঘি দান করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাড়িতে যদি কোনও ধরণের সমস্যা বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, তা দূর হয়ে যাবে।
  • দুধ – মহাশিবরাত্রির দিনে দুধ দিয়ে শিবের অভিষেক করা হয়। একইসঙ্গে মহাশিবরাত্রিতে দুধ দান করলে যাদের কুণ্ডলীতে চন্দ্র দুর্বল, তা শক্তিশালী হয়ে ওঠে। মানসিক শান্তি বাড়ে।
  • কালো তিল – মহাশিবরাত্রির দিন কালো তিল দান করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাশিবরাত্রিতে কালো তিল দান করলে পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন। একইসঙ্গে জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকলে তা দূর হয়।
  • বস্ত্র দান – মহাশিবরাত্রির দিন কোনও গরিব ব্যক্তিকে বস্ত্র দান করলে জীবনের আর্থিক সংকট দূর হয়। পরিবারের আর্থিক উন্নতি হয়। মহাদেবের আশীর্বাদও পাওয়া যায়। কখনও সংসারে কোনও কিছুর অভাব দেখা দেয় না।