শাস্ত্রমতে শিবরাত্রির ব্রত করলে মনের ইচ্ছেপূরণ হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালিত হয়। এ বছর ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পালিত হচ্ছে মহাশিরাত্রি। চার প্রহরের পুজো শেষ হতে হতে দিন গড়াবে ২৭ ফেব্রুয়ারিতে। ওই দিন ভোর রাতে শেষ হবে মহাশিবরাত্রির (Maha Shivratri ) পুজো। মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য, এই দিন অনেকে উপোসও করেন। মহাদেবকে খুব বেশি জিনিস দিয়ে সন্তুষ্ট করতে হয় না। বলা হয়, ভোলেবাবা অল্পেতেই হন সন্তুষ্ট। কমবেশি সকলে একই জিনিস মহাদেবকে নিবেদন করেন। জেনে নিন রাশি অনুসারে, মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করা শুভ।
১. মেষ – মহাশিবরাত্রিতে মেষ রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা উচিত। ধর্মীয় বিশ্বাস এটি করলে মনস্কামনা পূর্ণ হয়।
২. বৃষ – বৃষ রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে সাদা ফুল এবং জল-দুধের মিশ্রণ নিবেদন করা উচিত। ধর্মীয় বিশ্বাস যে, এটি করলে ভগবান শিব সন্তুষ্ট হন।
৩. মিথুন রাশি – মহাশিবরাত্রিতে মিথুন রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে দূর্বা ঘাস নিবেদন করা উচিত। বলা হয়, এমনটা করলে সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয়।
৪. কর্কট – কর্কট রাশির ব্যক্তিদের মহাশিবরাত্রিতে দুধ এবং মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত। এটি করলে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা দূর হয়।
৫. সিংহ রাশি – মহাশিবরাত্রিতে সিংহ রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে ডুমুর ফুল নিবেদন করা উচিত। ধর্মীয় বিশ্বাস যে এমনটা করলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়।
৬. কন্যা রাশি – মহাশিবরাত্রিতে কন্যা রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে জলাভিষেক করা উচিত। এরপর দূর্বা ঘাস নিবেদন করা উচিত। এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পন্ন হয়।
৭. তুলা রাশি – তুলা রাশির ব্যক্তিদের শিবলিঙ্গে চন্দন, ধুতুরা ফুল নিবেদন করা উচিত। ধর্মীয় বিশ্বাস এ কাজ করলে শুভ ফল পাওয়া যায়।
৮. বৃশ্চিক রাশি – মহাশিবরাত্রিতে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে লাল চন্দন এবং ফুল অর্পণ করা উচিত। বলা হয়, এমন কাজ করলে কেরিয়ারের বৃদ্ধি ঘটে।
৯. ধনু – মহাশিবরাত্রিতে ধনু রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে ২১টি বেল পাতা নিবেদন করা উচিত। বলা হয়, এমনটা করলে কাজে সাফল্য আসে এবং বাধা দূর হয়।
১০. মকর – মকর রাশির ব্যক্তিদের মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে সরিষা বা তেল নিবেদন করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সম্পদ বৃদ্ধি পায়।
১১. কুম্ভ – মহাশিবরাত্রির দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিবলিঙ্গে নীল পদ্ম ফুল অর্পণ করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন এ কাজ করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।
১২. মীন – মীন রাশির ব্যক্তিদের মহাশিবরাত্রির দিনে বেসন লাড্ডু নিবেদন করা উচিত। বলা হয় এ কাজ করলে বিবাহিত জীবন সুখময় হয়।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।