AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marigold In Puja: রোজ গাঁদা ফুল দিয়ে পুজো করেন, ভুল দেব-দেবীকে অর্পণ করে নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো?

Hindu Puja: ঘরোয়া পুজোয় সাধারণত গাঁদা ফুল ব্যবহার করা হয়। কারণ গাঁদা ফুল অত্যন্ত সহজলোভ্য একটি ফুল। দেখতেও যেমন সুন্দর, তেমনি ধর্মীয় অনুষ্ঠানেও গুরুত্ব রয়েছে।

Marigold In Puja: রোজ গাঁদা ফুল দিয়ে পুজো করেন, ভুল দেব-দেবীকে অর্পণ করে নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো?
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 4:00 PM
Share

রোজকার পুজোয় ফুলের ব্যবহার করেন অধিকাংশ। কখনও গোলাপ, কখনও নীল অপরাজিতা ফুল, জবা ফুল বা গাঁদা ফুল ব্যবহার করা হয় দৈনন্দিন পুজার্চনায়। সখের বাগানে ফুটে ওঠা ফুল অধিষ্ঠিত দেবদেবীর চরণে নিবেদন করা হয়। কিন্তু অনেকেই জানেন না, কোন দেবদেবীর কোন ফুলে তুষ্ট হন। প্রতি দেবদেবীর ভিন্ন ফুল পছন্দ করেন। যেমন বেল ফুল, জুঁই ফুল, আকন্দ ফুল শিবের খুব প্রিয়, আবার অন্যদিকে লক্ষ্মীর প্রিয় ফুল হল গোলাপ। তাই ফুল নিবেদনের আগে কোন দেবদেবীকে কোন রঙের ফুল দেওয়া উচিত, তা জানা জরুরি। তবে ঘরোয়া পুজোয় সাধারণত গাঁদা ফুল ব্যবহার করা হয়। কারণ গাঁদা ফুল অত্যন্ত সহজলোভ্য একটি ফুল। দেখতেও যেমন সুন্দর, তেমনি ধর্মীয় অনুষ্ঠানেও গুরুত্ব রয়েছে। পুজোপাঠ বা যে কোনও শুভ কাজে গাঁদা ফুল বেশি ব্যবহার করা হয়। পুজোর সময় দেবতাদের উদ্দেশে গাঁদা ফুল  বা এই ফুলের মালা নিবেদন করলে দ্রুত সুখ বর্ষিত হয়। পুজোয় গাঁদা ফুল অর্পনের গুরুত্ব কী, তা জানুন।

দেবতাদের প্রিয় ফুলের রঙ

হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে, কেশর ও হলুদ দেবতাদের খুব প্রিয়। গাঁদা ফুলে এই দুটি রঙই রয়েছে। তাই পুজোর সময় ভগবানকে গাঁদা ফুল নিবেদন করা হয়। গাঁদা ফুল ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়। তাই প্রতিদিন ভগবান বিষ্ণুর উদ্দেশে গাঁদা ফুল বা মালা নিবেদন করা উচিত। এর মাধ্যমে বিষ্ণুদেবের বিশেষ কৃপা পেতে পারেন ভক্তরা। যে কোনও কাজে বাধা দূর করতে গণেশকে তুষ্ট করার জন্য গাঁদা ফুল দেওয়া উচিত।

গাঁদা ফুল কীসের প্রতীক

গাঁদা ফুলের হলুদ বা কেশরের রঙ ত্যাগের প্রতীক। অন্যদিকে, এই রঙটি আগুনের মতো উগ্র ব্যক্তিত্বকেও প্রতিফলিত করে। গাঁদা ফুলের অনেক পাপড়ি থাকে। এই পাপড়ি আসলে ঐক্য়তাকেও বোঝায়।

কোন গ্রহের প্রতীক

জ্যোতিষশাস্ত্র অনুসারে গাঁদা ফুল বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত। গাঁদা ফুলে বৃহস্পতি প্রসন্ন হয়। জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গ্রহকে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক বলে মনে করা হয়। বৃহস্পতি সন্তুষ্ট হলে জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা।