Vastu Tips for Home: জলের সঙ্গে এই ২ জিনিস মিশিয়ে সদর দরজার সামনে ছিটিয়ে দিলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে
Vastu Rules: বাড়ির কোন দিকে, কোথায় সবুজ গাছপালা রাখবেন, কোথায় জিনিসপত্র রাখবেন সবকিছুই বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে হওয়া উচিত।

সকাল হলেই বাড়ির মহিলারা বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে দেন। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে অনেক গুরুত্ব রয়েছে। বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়ির অন্দরমহল সাজানো পর্যন্ত, সব কিছুতেই বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী হওয়া উচিত। বাড়ির কোন দিকে, কোথায় সবুজ গাছপালা রাখবেন, কোথায় জিনিসপত্র রাখবেন সবকিছুই বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে হওয়া উচিত। বাস্তুমতে যদি বেশ কিছু নিয়ম মেনে চলা হয়, তাহলে তা আখেরে লাভবান হবেন আপনিই। বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। একইভাবে জল ব্যবহার করাও খুব শুভ বলে মনে করা হয়। বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার কিছু প্রতিকার মেনে চললে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সাফল্য ও পজিটিভ শক্তির প্রবেশ ঘটে গৃহে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজায় জল ছেটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির প্রধান দরজায় তামার কলসিতে নিয়মিত জল ছিটিয়ে দিতে পারেন। এই প্রতিকার করলে ঘরে সুখ-সমৃদ্ধি ও ধন-শস্য বৃদ্ধি পায়। এতে ঘরে অশান্তি কমে। ঘর থেকে নেতিবাচক শক্তি বের হয়ে যায় নিমেষে। এই নিয়ম মেনে চললে ঘরে ইতিবাচক শক্তিরও প্রবেশ ঘটে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজায় সপ্তাহে একবার অন্তত লবণ-জল ছিটিয়ে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচক শক্তি দূর করে। এর সঙ্গে লবণের জল ছিটিয়ে রোগ, ত্রুটি ইত্যাদি সবই দূরে রাখাসম্ভব হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছেটানো খুব শুভ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসি ভরে তাতে এক চিমটি হলুদ মেশান। এরপর মূল দরজার দুই পাশে এই জল ছিটিয়ে দিন। এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশের পরিবেশ যেমন সুস্থ-স্বাভাবিক থাকে, তেমনি ঘরে সম্পদ ও ঐশ্বর্যেরও অভাব হয় না।
