TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার
Oct 07, 2022 | 6:23 PM
ঢাকায় সিঁদুরখেলায় মাতলেন সকলে (নিজস্ব ছবি)
দশমী মানেই বাপের বাড়ি থেকে ঘরের মেয়ে উমাকে আবার কৈলাসে ফেরত পাঠানোর পালা। তাই মনখারাপ বঙ্গবাসীর। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও চলছে দুর্গার বরণ। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়।
এ দিকে, বিজয়া দশমী উপলক্ষ্যে আজ সারা বাংলাদেশে সরকারি ছুটি।ঘাটে-ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন।সিঁদুর খেলায় মাতলেন সকলে।
সূত্রের খবর, রাজধানী ঢাকার ২৪১টি পূজা মণ্ডপের অধিকাংশই এসে সমবেত হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ সূত্রে খবর, এই বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পুজো হয়েছে। প্রায় প্রতিটি মণ্ডপে কড়া ছিল নিরাপত্তা ব্যবস্থা। বন্দ্যোবস্ত করা হয় সিসিটিভির। বিগত কয়েকদিন ধরেই সাড়ম্বরে সেদেশে পালিত হয়েছে দুর্গাপুজো। তাই ঘরের মেয়ের বিদায়কালে এতটুকু খামতি রাখতে চাইছেন না কেউ।