AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dugra Puja With Pulse: পালস ক্যান্ডিতে ঠাসা ট্যাবলো, টক-মিষ্টি স্বাদে মজেছে পুজোর বাংলা

Pujoy Pulse: এক মহিলা জানালেন, আগেও পালস খেয়েছেন। তবে তাতে লবনের স্বাদ ছিল। এবার নতুনত্ব। তেঁতুল তেঁতুল খেতে। আরেকজন জানালেন, "নতুন জিনিস। দারুণ টেস্ট।" স্কুল ফিরতি পড়ুয়ারাও পালস ক্যান্ডি বোঝাই ট্যাবলো দেখে ঠায় দাঁড়িয়ে। নতুন স্বাদের ক্যান্ডিতে মজে তারাও। উৎসুক সকলেই জানালেন, নতুন ক্যান্ডি দারুণ স্বাদের।

Dugra Puja With Pulse: পালস ক্যান্ডিতে ঠাসা ট্যাবলো, টক-মিষ্টি স্বাদে মজেছে পুজোর বাংলা
পুজোয় পালস পৌঁছল হলদিয়ায়। Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 29, 2024 | 8:53 PM
Share

মহালয়ার আগে থেকেই পুজো জমে উঠেছে। সৌজন্যে পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলা। ‘পুজোয় পালস সিজন-২’ এবার আরও বেশি আকর্ষনীয়। কারণ, পালস ক্যান্ডি এবার নতুন স্বাদে। নাম পালস গোলমোল ইমলি। চটপটা তেঁতুলের স্বাদ আর সঙ্গে চিউই। মজে আট থেকে আশি। পালস ক্যান্ডির এই নতুন স্বাদ নিয়েই পুজোয় পালস ট্যাবলো ঘুরছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

ঠিক যেমন পৌঁছে গিয়েছিল হলদিয়ায়। ট্যাবলোর সামনে মানুষের ভিড় উপচে পড়েছে। পালসের নতুন স্বাদ চেখে দেখে চোখে মুখে সকলেরই খুশির ঝলক। এক মহিলা জানালেন, আগেও পালস খেয়েছেন। তবে তাতে লবনের স্বাদ ছিল। এবার নতুনত্ব। তেঁতুল তেঁতুল খেতে। আরেকজন জানালেন, “নতুন জিনিস। দারুণ টেস্ট।” স্কুল ফিরতি পড়ুয়ারাও পালস ক্যান্ডি বোঝাই ট্যাবলো দেখে ঠায় দাঁড়িয়ে। নতুন স্বাদের ক্যান্ডিতে মজে তারাও। উৎসুক সকলেই জানালেন, নতুন ক্যান্ডি দারুণ স্বাদের।

এই ট্যাবলো থেকে নানা প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। থাকছে সহজ প্রশ্ন। জবাব দিতে পারলেই আকর্ষণীয় সব পুরস্কার। এলইডি টিভি, ব্র্যান্ড নিউ বাইক, মাইক্রোওয়েভ, জুসার মিক্সার। উৎসব-প্রতিযোগিতার সঙ্গে ২২ প্রতিমাশিল্পীকে সম্মানিতও করা হবে এই ট্যাবলো থেকেই। হলদিয়ার মৃৎশিল্পী সুভাষ জানাকে সম্মানিত করা হয়েছে এই ট্যাবলো থেকেই।