AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Sasthi 2022: ষষ্ঠীতে কাত্যায়নীর আশীর্বাদ পেতে এই সামান্য কাজগুলি করেছেন কি? না করলে সারা বছর রয়েছে কপালে দুঃখ

Devi Katayani: সংসারে সুখ-সমৃদ্ধি আনতে ও বিবাহিত জীবন থেকে দূর হবে জীবনের সমস্ত সমস্যা। এর জন্য ঘরেই কিছু নিয়ম পালন করলে মিলবে দেবীর কৃপা।

Maha Sasthi 2022: ষষ্ঠীতে কাত্যায়নীর আশীর্বাদ পেতে এই সামান্য কাজগুলি করেছেন কি? না করলে সারা বছর রয়েছে কপালে দুঃখ
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 9:25 PM
Share

দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। আজ মহাষষ্ঠী। নবরাত্রির ষষ্ঠদিনে দেবীর ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নীর আরাধনা করা হয় ধুমধাম করে। ষষ্ঠী মানেই বোধন আর তার পরেই অধিবাস, নিমন্ত্রণ। মহাষষ্ঠীর শুভ মুহূর্তে এই দেবীর পুজো করলে অপার আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। হিন্দুদের মতে, রোগ, শোক, ভয় দুঃখকে জয় করতে দেবী কাত্যায়নীর আশীর্বাদ দারুণ কাজে লাগে। সংসারে সুখ-সমৃদ্ধি আনতে ও বিবাহিত জীবন থেকে দূর হবে জীবনের সমস্ত সমস্যা। এর জন্য ঘরেই কিছু নিয়ম পালন করলে মিলবে দেবীর কৃপা।

– শনিবার মহাষষ্ঠীর তিথি অনুযায়ী দেবী কাত্যায়নীর পুজো করা উচিত।

– ষষ্ঠীতে সবসময় হাতের কাছে রাখুন সামান্য মধু। তাতেই হবে সব সমস্যার সমাধান।

– শাক্তমতে দেবী কাত্যায়নী হলেন মহাশক্তির একটি ভয়ংকর রূপ। ভদ্রকালী বা চণ্ডীর মত যুদ্ধের দেবী রূপে পুজো করা হয়।

– তাঁর গায়ের রং দুর্গার মতন লাল। ষষ্ঠীতে লাল রঙের পোশাককে শুভ বলে মনে করা হয়।

– দেবী কাত্যায়নীর পুজো করা হলে বিবাহিত জীবন থেকে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে পেতে পারেন। শুধু তাই নয়, সংসারের শ্রী ও সমৃদ্ধি ফিরে পাবেন। এমনকি জীবনসঙ্গী হিসেবে কাউকে পেতে পারেন।

– সন্তানের স্বপ্ন পূরণের জন্য দেবী কাত্যায়নীর আরাধনা করতে পারেন।

– পুজোর সময় লাল রঙের পোশাক পরলে ভাল। এছাড়া দেবীর মূর্তি বা ছবিতে লাল রঙের ফুল ও পোশাক পরিয়ে দেওয়া উচিত।

– এইদিন ভুলেও আমিষ খাবার খাবেন না। এছাড়া ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন।

– পুণ্যলাভ করতে অসহায় ও দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দান করতে পারেন।