Holi 2025: জীবনের যত বাধা সব দূর হবে আজই, শুধু এই মন্ত্র উচ্চারণ করুন

Mar 14, 2025 | 2:34 PM

দোলের দিন কিছু টোটকা পালন করলে, জীবনের অনেক অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়। দাম্পত্য কলহ, প্রেমে বাঁধা থেকে আর্থিক অসংগতি, মুক্তি পাওয়া যায় অনেক কিছু থেকেই। কী করতে হবে?

Holi 2025: জীবনের যত বাধা সব দূর হবে আজই, শুধু এই মন্ত্র উচ্চারণ করুন
Image Credit source: PTI

Follow Us

ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় হয় দোল উৎসবের উদযাপন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দোলের দিন কিছু টোটকা পালন করলে, জীবনের অনেক অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়। দাম্পত্য কলহ, প্রেমে বাঁধা থেকে আর্থিক অসংগতি, মুক্তি পাওয়া যায় অনেক কিছু থেকেই। কী করতে হবে? রইল সেই টিপস।

১। দোলের দিন একটি লাল কাপড়ে সামান্য আবির বেঁধে প্রবাহমান জলে বা ভাল হয় কোনও পবিত্র নদীতে ভাসিয়ে দিন। মনে রাখবেন এই কাজ করতে হবে আপনার জীবনসঙ্গীর সঙ্গেই, তবেই হবে সমস্যার সমাধান। এরপরে দোলের দিন একসঙ্গে শিব-পার্বতী এবং রাধা-কৃষ্ণের পায়ে আবির নিবেদন করুন।

২। গরুর পায়ে আবির ঢেলে আশীর্বাদ নিন। তাদেরকে গুড়-রুটি ও সবুজ চারণ খাওয়ান। অন্যদিকে দোলের দিন স্বামী-স্ত্রী কালো কুকুরকে আবির মাখিয়ে রুটি খাওয়ান। এতে করে বিবাহিত জীবনে প্রেম বাড়ে।

৩। হোলি রাধা-কৃষ্ণের প্রেমের প্রতীক। এই তিথিতে ঠাকুরের পায়ে আবির নিবেদন করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করলে পরিবারে আনন্দের আগমন হয়। পাশাপাশি সিদ্ধি লাভ করা যায় ও জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর হয়।

৪। এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটা তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন। তার পর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন।

৫। দোলের দিনে আবীরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন। তার পর স্বামী-স্ত্রী সেই আবীরটিকে অশ্বত্থ গাছে বেঁধে আসুন।