Maha Shivratri Mantra: মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় এই মন্ত্র উচ্চারণ না করলে পুরো ব্রতই বৃথা

Feb 26, 2025 | 12:49 PM

Maha Shivratri 2025: শিবের মাথায় জল ঢালার পর অতি অবশ্যই দুটো মন্ত্র উচ্চারণ করতে হবে। না হলে পুরো ব্রতই হবে বৃথা। একইসঙ্গে এই প্রতিবেদন দেখে নিন মহাশিবরাত্রিতে চার প্রহরে পুজোর সময় কোন মন্ত্র পাঠ করবেন।

Maha Shivratri Mantra: মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় এই মন্ত্র উচ্চারণ না করলে পুরো ব্রতই বৃথা
মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় এই মন্ত্র উচ্চারণ না করলে পুরো ব্রতই বৃথা
Image Credit source: PTI

Follow Us

মহাধুমধাম করে আজ, ২৬ ফেব্রুয়ারি মহাদেবের ভক্তরা পালন করছেন মহাশিবরাত্রি (Maha Shivratri)। এই দিন আসলে চারটি প্রহরে মহাদেবের আরাধনা করতে হয়। কেউ কেউ অবশ্য একটি প্রহরেও পুজো করে থাকেন। শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রি তিথিতে সকাল সকাল স্নান করে, শিবলিঙ্গে অভিষেক করে উপোস শুরু করতে হয়। পাশাপাশি শাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে, মহাশিবরাত্রির সন্ধ্যেতে স্নান করে মহাদেবের পুজো করা উচিত। শিবের মাথায় জল ঢালার পর অতি অবশ্যই দুটো মন্ত্র উচ্চারণ করতে হবে। না হলে পুরো ব্রতই হবে বৃথা। একইসঙ্গে এই প্রতিবেদন দেখে নিন মহাশিবরাত্রিতে চার প্রহরে পুজোর সময় কোন মন্ত্র পাঠ করবেন।

এক ঝলকে দেখে নিন মহাশিবরাত্রির ব্রত এবং পুজো সম্পূর্ণ করার জন্য কী কী মন্ত্র পাঠ করতে হবে —

১. ওঁ নমঃ শিবায় (১০৮ বার এই মন্ত্র জপ করতে হবে)। মহাদেবকে তুষ্ট করার জন্য সবচেয়ে সহজ মন্ত্র এটি।

এই খবরটিও পড়ুন

২. ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

প্রথম প্রহর – মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোর সময় জলধারা দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।

দ্বিতীয় প্রহর – মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজোর সময় দই দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ

তৃতীয় প্রহর – মহাশিবরাত্রিতে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করতে হবে। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ

চতুর্থ প্রহর – মহাশিবরাত্রিতে চতুর্থ প্রহরে প্রথমে মধু ও তার পর জল দিয়ে শিবের অভিষেক করতে হয়। এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হল – ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।