AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram in Dreams: স্বপ্নের মধ্যে রামলালা দেখা দিলে শুভ! স্বপ্নে এই দেবতা দেখলে বুঝবেন বিপদ আসন্ন

Dream Astrology: রামলালার সুন্দর মূর্তির প্রসংশা পেয়েছে সারা বিশ্বেও। ফলে এই কাজ যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য। যোগীরাজের সহযোগীর কথায়, এই মূর্তি তৈরি করার সময় মধ্যরাতেই বারবার জেগে উঠতেন তিনি। যেন মনে হত, স্বপ্নের মধ্যে তিনি রামলালা তাঁকে ডাকছেন। মূর্তি তৈরি আগে রামলালাকে নাকি বারবার দেখতে পেতেন তিনি। এমন স্বপ্ন অনেকেরই দেখা দিতে পারে।

Ram in Dreams: স্বপ্নের মধ্যে রামলালা দেখা দিলে শুভ! স্বপ্নে এই দেবতা দেখলে বুঝবেন বিপদ আসন্ন
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 7:30 AM
Share

কদিন আগেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শেষ হয়েছে রামমন্দিরে। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, রামমন্দিরের রামলালার মূর্তির জন্য প্রায় ৭ থেকে ৮ মাস ধরে নিপুন হাতে নির্মাণ করেছেন শিল্পী অরুণ যোগীরাজ। প্রাণ-প্রতিষ্ঠার সময় গর্ভগৃহে উপস্থিতও ছিলেন তিনি। তাঁর গড়া মূর্তি দর্শন করছেন লক্ষ লক্ষ মানুষ। রামলালার সুন্দর মূর্তির প্রসংশা পেয়েছে সারা বিশ্বেও। ফলে এই কাজ যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য। যোগীরাজের সহযোগীর কথায়, এই মূর্তি তৈরি করার সময় মধ্যরাতেই বারবার জেগে উঠতেন তিনি। যেন মনে হত, স্বপ্নের মধ্যে তিনি রামলালা তাঁকে ডাকছেন। মূর্তি তৈরি আগে রামলালাকে নাকি বারবার দেখতে পেতেন তিনি। এমন স্বপ্ন অনেকেরই দেখা দিতে পারে। কারণ স্বপ্ন দেখা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। অবচেতন মনের এক অন্য বহিপ্রকাশ। ফলে সেই প্রতিফলন আপনার স্বপ্নের মধ্যেও দেখা দিতে পারে। কিন্তু স্বপ্নের মধ্যে হিন্দু দেবতাদের দেখাও এক অন্য অর্থ বহন করে। কারণ স্বপ্নের মধ্যে দেবদেবীদের দেখার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, যা কখনও শুভ, আবার কখনও অশুভ।

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, স্বপ্নে দেব-দেবী বা ভগবান রামকে দেখলে জীবনে কিছু বিশেষ লক্ষণ পাওয়া যায়। যদি ভগবান শ্রী রাম আপনার স্বপ্নে দেখা দিয়ে থাকেন, তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ হতে পারে। শুধু রামচন্দ্রই নয়, স্বপ্নের মধ্যে হনুমানজি, লক্ষ্মীর আগমন ঘটলে কী কী হতে পারে, কী কী লক্ষণ দেখা দিতে পারে, তা জেনে নিন…

স্বপ্নে শ্রীরামচন্দ্রকে দেখার অর্থ

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, আপনি যদি সম্প্রতি আপনার স্বপ্নে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে থাকেন তাহলে তা তা শুভ স্বপ্ন হতে পারে। স্বপ্নে দেব-দেবীকে দেখলে জীবনে অপরিসীম সাফল্য আসে। স্বপ্নে ভগবান শ্রী রামকে দেখা জীবনের সমস্ত বাধা দূর করার লক্ষণ এটি।

স্বপ্নে রাম মন্দির দেখলে

যদি কোনও ব্যক্তি স্বপ্নে রাম মন্দির দেখেন তাহলে সেই স্বপ্ন অত্যন্ত শুভ হতে চলেছে। এমন স্বপ্নের অর্থ হ’ল শীঘ্রই আপনার সমস্ত বাকি থাকা কাজগুলি সম্পন্ন হতে চলেছে, নিজের লক্ষ্য পূরণ হতে পারে শীঘ্রই।

স্বপ্নে রামচন্দ্র ও হনুমানজিকে দেখলে

যদি কোনো রাম ভক্ত স্বপ্নে ভগবান শ্রী রাম এবং হনুমান জিকে একসঙ্গে দেখেন, তাহলে এই স্বপ্নটি সেই ব্যক্তির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। এই স্বপ্ন ব্যক্তির ভবিষ্যতের জন্য শুভ। শ্রী রাম ও হনুমানজিকে একসঙ্গে দেখা জীবনের সমস্ত সমস্যা দূর করার লক্ষণ।

স্বপ্নে হনুমানজির দর্শন পেলে

যদি স্বপ্নে বজরঙ্গবলী দেখেন বা স্বপ্নে হনুমান মন্দির, তার মূর্তি ইত্যাদি দেখেন, তাহলে এই স্বপ্ন আপনার জন্য খুবই শুভ হতে পারে। এই স্বপ্নের অর্থ হল শীঘ্রই ভগবান হনুমানের আশীর্বাদ পাবেন।সমস্ত শত্রুদের পরাজয় করতে পারবেন দ্রুত।