AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saraswati Puja 2024: রাত পোহালেই বাগদেবী বন্দনা! পুষ্পাঞ্জলির মন্ত্রটি মনে আছে তো?

Saraswati Mantra: সরস্বতী পুজোর সকাল থেকেই উপবাস করেন পড়ুয়ারা। নিরামিষ খাবার খাওয়া থেকে শুরু করে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত পুল না খাওয়া, এইসব নিয়ম পালন করে থাকেন উপবাসকারীরা। স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার বা নতুন পোশাক পরে পুজোয় মন্ত্র উচ্চারণের যে নিয়ম বর্তমান, তা এখনও বিদ্যমান। সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অনেকেই জল স্পর্শ করেন না। সরস্বতী পুজোর সময় আরও একটি মজার ঘটনা ঘটে।

Saraswati Puja 2024: রাত পোহালেই বাগদেবী বন্দনা! পুষ্পাঞ্জলির মন্ত্রটি মনে আছে তো?
ছবি সৌজন্যে আইস্টক
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 11:42 AM
Share

রাত পোহালেই সরস্বতী পুজো। তাই বাড়িতে বাড়িতে, প্য়ান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি এখন তুঙ্গে। পড়ুয়াদের মধ্যে শুরু হয়েছে ব্যস্ততা। স্কুল-কলেজে, বাড়িতে বাড়িতে, প্যান্ডেলে প্যান্ডেলে এখন চরম ব্যস্ততা। সরস্বতী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড়রা। শাস্ত্র মতে, সরস্বতীকে জ্ঞান ও প্রজ্ঞার দেবী বলে মানা হয়। ধ্যানমন্ত্রে বর্ণিত প্রতিমাই প্রতিবছর প্যান্ডেলে, স্কুল-কলেজে, বাড়িতে আনা হয়। সাধারণত, শাস্ত্রমতে,  সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বীণাপুস্তকধারিণী এক দিব্য নারীমূর্তিরূপে কল্পনা করা হয়েছে। বাংলা সরস্বতী দেবীর রয়েছে বহু নাম। সরস্বতীদেবীর অপর নাম হল সারদা, বাগ্দেবী, বাগ্বাদিনী, বাগীশা, বাগ্দেবতা, বাগীশ্বরী, বাঙ্ময়ী, বিদ্যাদেবী, বাণী, বীণাপাণি, ভারতী, মহাশ্বেতা, শতরূপা, গীর্দেবী, সনাতনী, পদ্মাসনা প্রভৃতি।

সরস্বতী পুজোর সকাল থেকেই উপবাস করেন পড়ুয়ারা। নিরামিষ খাবার খাওয়া থেকে শুরু করে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত পুল না খাওয়া, এইসব নিয়ম পালন করে থাকেন উপবাসকারীরা। স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার বা নতুন পোশাক পরে পুজোয় মন্ত্র উচ্চারণের যে নিয়ম বর্তমান, তা এখনও বিদ্যমান। সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অনেকেই জল স্পর্শ করেন না। সরস্বতী পুজোর সময় আরও একটি মজার ঘটনা ঘটে। তা হল. সঠিক সময়ে ব্রাহ্মণ বা পুরোহিত না আসা। তাই অনেকে বাড়িতে পুরোহিত না এলে নিজেরাই মন্ত্র পড়ে সরস্বতী পুজো করে থাকেন। সরস্বতী পুজোর বিশেষ আচার থআকলেও তা পুরোহিত ছাড়াও আরাধনা করা অত্যন্ত সহজ। সঠিক নিয়ম মেনে সরস্বতী বন্দনা করা হলে সারা বছর আশীর্বাদ বর্ষিত হয়। তাই পুজোর আগে পুষ্পাঞ্জলি মন্ত্র ভুলে গেলে এখানে জেনে নিন…

শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি-মন্ত্র

ওঁ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে

বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥

ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ॥

এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ॥

প্রণাম-মন্ত্র:

সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।

বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥

জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে।

বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥

সরস্বতীর স্তবঃ

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা।

শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা॥

শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।

শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা॥

বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরর্চ্চিতা দেবদানবৈঃ।

পূজিতা মুনিভিঃ সর্ব্বৈর্ ঋষিভিঃ স্তূয়তে সদা॥

স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।

যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে॥