Saturday Tips: সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতে চান? প্রতি শনিবার গ্রহরাজকে করুন এইভাবে পুজো
Astro Remedies: শনির সাড়ে সাতি দশা, ধাইয়া বা মহাদশার কোপ এড়াতে চান বা কুপ্রভাব এড়াতে চান তাহলে শনিবার এই কাজগুলি করতে পারেন। এই প্রতিকারগুলি মেনে চললে সন্তুষ্ট হন শনিদেব। কী কী কাজ করবেন, তা জেনে নিন এখানে...

হিন্দুধর্মে, সপ্তাহের প্রতিটি দিন এক বা অন্য দেবতার পূজার জন্য উৎসর্গ করা হয়। পাশাপাশি প্রতি শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে শনিদেব হলেন ন্যায়ের দেবতা। হিন্দু ধর্ম অনুসারে, শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে তাঁকে ফল প্রদান করেন এই গুরুত্বপূর্ণ দেবতা। অনেকেই শনিদশা কাটাতে বা শনির প্রকোপ থেকে বাঁচতে প্রচি শনিবার নিয়ম-কানুন মেনে শনিদেবের পুজো করেন। মনে করা হয় যে ব্যক্তি এই কাজ করে থাকেন তাঁর প্রতি সদয় থাকেন শনিদেব। শনিদেবের কৃপায় তাঁর দিন কাটে স্বাচ্ছন্দ্যে ও ঝামেলামুক্ত ভাবে। সন্তু্ষ্ট হলে কখনও শাস্তি প্রদান করেন না। এক পাশাপাশি শনিদেব মানুষের সমস্ত ইচ্ছেও পূরণ করে থাকেন। কেউ যদি শনির মহাদশার প্রকোপে পড়ে থাকেন বা সাড়ে সাতি দশার কোপে আক্রান্ত হন, তাঁর জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন সময়। পদে পদে বিপদের হাতছানি শুরু হয়।
শনির সাড়ে সাতি দশা, ধাইয়া বা মহাদশার কোপ এড়াতে চান বা কুপ্রভাব এড়াতে চান তাহলে শনিবার এই কাজগুলি করতে পারেন। এই প্রতিকারগুলি মেনে চললে সন্তুষ্ট হন শনিদেব। কী কী কাজ করবেন, তা জেনে নিন এখানে…
শনিবার করুন এই ৫ প্রতিকার, সন্তুষ্ট হন গ্রহরাজ
– শনিবার কালো তিল দান করলে শনিদেব প্রসন্ন হন। এই দিনে কালো তিল গরীব বা অভাবীকে দান করতে হবে।
– শনিদেবের পুজোর সময় নীলা পাথরের জপমালা বা আংটি পরিধান করে উচিত। এতেও শনিদেব প্রসন্ন হন। মনে রাখবেন, এই নীলা পাথর বা রত্ন ধারণ করার সময় অবশ্যই জ্যোতিষবিদদের মত জেনে নেওয়া উচিচ।
– শনিবার গ্রহরাজের পুজো করার সময়, শনিদেবের কার্যকরী মন্ত্র ‘ওম প্রাণ প্রীম প্রণ সহ শনাইশ্চরায় নমঃ’ জপ করুন। এই প্রতিকারে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব কম পড়বে।
– শনিবার পিপল গাছের পুজো করুন। চারপাশে গিয়ে কাঁচা সুতা বেঁধে দিন। পাশাপাশি শনিদেবকে পিপল পাতার মালাও অর্পণ করতে পারেন। এতে খুশি হন শনিদেব।
– শনিদেব ছাড়া এদিন পুজো করুন হনুমানজিরও। শনিবার হনুমানজির পুজো করলে খুব খুশি হন শনিদেব। সেই কারণেই শনিবার শনিদেবের সঙ্গে হনুমান জির পুজো করার নিয়ম রয়েছে।
– শনিবার শনিদেবের সঙ্গে হনুমানজির পুজো ও হনুমান চালিসা পাঠ করলে শনিদেব প্রসন্ন হন। সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আপনি।
