Sawan Month 2023: প্রেমে বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়ন? শ্রাবণ মাসের প্রথম সোমবার যে উপায়ে পুজো করবেন শিবের
Remedies for Love: আপনার যদি দীর্ঘদিন ধরে প্রেম, বিবাহে বাধা এসে থাকে, তাহলে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনাকে বিশেষ উপায়ে শিবের পুজো করতে হবে। কীভাবে করবেন? সেই টিপস শেয়ার করেছেন ট্যারট কার্ড রিডার ও স্পিরিচ্যুয়াল হিলার সাঁঝবাতি রায়।

বাংলা ক্যালেন্ডার অনুসারে, গত ১৮ জুলাই থেকে পবিত্র শ্রাবণ মাস শুরু হয়েছে। আজ। ২৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তবে, হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর ২ মাস ধরে পালিত হচ্ছে শ্রাবণ মাস। প্রায় ১৯ বছর পর এমন হচ্ছে। অর্থাৎ, এ বছর ৮টি সোমবার পালন করছেন শিবের ভক্তরা। তবে, আজ যেহেতু বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই শিবের পুজোয় কোনও ত্রুটি রাখা চলবে না।
আপনার যদি দীর্ঘদিন ধরে প্রেম, বিবাহে বাধা এসে থাকে, তাহলে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনাকে বিশেষ উপায়ে শিবের পুজো করতে হবে। কীভাবে করবেন? সেই টিপস শেয়ার করেছেন ট্যারট কার্ড রিডার ও স্পিরিচ্যুয়াল হিলার সাঁঝবাতি রায়।
যাঁরা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে বিয়ে করতে চান, সম্পর্কে যদি বারবার বাধা আসে তা ঠিক করতে চাইলে, শ্রাবণের প্রত্যেক সোমবার স্নান করে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যান। মন্দিরে গিয়ে যেমনভাবে পুজো করে পঞ্চামৃত বা গঙ্গাজল দিয়ে বেলপাতা, ফুল দিয়ে সেইভাবে পুজো করুন। পানের দোকান থেকে ৫টা মিষ্টি পান নিন। মিষ্টি পান বানাতে মিষ্টি সামগ্রী যা যা দেওয়া যায় সব দেবেন। তারপর শিবের পুজোর পর প্রথম পানটা গনেশ ঠাকুরকে দিতে হবে। তারপরের পানটি শিবকে এবং তারপরের পানগুলো পার্বতী, নন্দী শেষে কার্তিককে দিন।
পান পাতা অর্পণ করার সময় নিজের ভালবাসার মানুষের নাম জপ করুন। এবং যা আপনি চান তা নিয়ে ভাবতে থাকুন। এর পাশাপাশি ১০৮বার ‘ওম গৌরী শঙ্করায় নমঃ’ জপ করতে থাকুন। এরপর একটা ঘিয়ের প্রদীপ নিয়ে যাবেন, যা জ্বালিয়ে শিব এর সামনে রাখুন। এতে মনের মানুষের সঙ্গে বিয়ে হবে আর সম্পর্কের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তবে এমন কোনও মন্দিরেই যাবেন যেখানে শিবের পুরো পরিবার রয়েছে।
যাঁদের পার্টনারের সঙ্গে সম্পর্ক খুব খারাপ, স্বামী বা স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁরাও শ্রাবণ মাসের সোমবারে মানতে পারেন সহজ উপায়। এতে সমস্ত খারাপ সম্পর্ক ভাল হয়ে যাবে। লিঙ্গের মাঝখানে মধু এবং সাদা চন্দনের মিশ্রণের প্রলেপ লাগাতে হবে আপনার প্রিয় মানুষটার নাম নিয়ে। তিনবার লাগাতে হবে। এতে খারাপ সম্পর্ক সুন্দর হবেই।
অনেক চেষ্টার পরেও যাঁদের বিয়ে হচ্ছে না বা মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, তাঁরা শ্রাবণের সোমবারে ৯টা হলুদের গাঁঠ বা কাঁচা হলুদ মাতা পার্বতীকে দেবেন। পাশাপাশি প্রার্থনা করবেন যে বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়া মহিলারা বিয়ের সামগ্রী যেমন আলতা, সিঁদূর, শাখা-পলা, টিপ, চূর্ণী বা লাল চেলি কাপড়, লিপস্টিক এগুলো পরপর শ্রাবণের সোমবারে মাতা পার্বতীকে দিতে পারেন এবং নিজের বিয়ের জন্য প্রার্থনা করতে পারেন।
