Shani Dev Puja: মহিলারা কি বড় ঠাকুরের আরাধনা করতে পারেন? কারণটা জানেন না অনেকেই
Puja Rules: শনিদেবের পুজো নিয়ে যত নিয়ম আছে, মানুষের মনে তত প্রশ্ন। এর মধ্যে একটি প্রশ্ন হল, মহিলারা আদৌও শনিদেবের আরাধনা করতে পারেন?
এতটুকু খুঁত থাকলেই ভীষণ রেগে যান শনিদেব। তাই অত্যন্ত নিষ্ঠাভরে এই দেবতার পুজো করা উচিত। সামান্য এদিক-ওদিক হলেই অসন্তুষ্ট হয়ে অশুভ শক্তির প্রভাব পড়ে ভক্তদের উপর। মহাদশা বা শনির দশার কোপে জীবন ছাড়খার হয়ে যায়। এই আতঙ্কেই শনিদেবের পুজোয় কোনও রকম যাতে খুঁত না থাকে, তার দিকে লক্ষ্য রাখেন ভক্তরা। শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে ফলদাতা ও ন্যায়ের দেবতা বলা হয়। ছোটখাটো ভুলের জন্য সূর্য পুত্র অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায়। কর্ম অনুসারে ফল প্রদান করেন তিনি। এই পরিস্থিতিতে শনিদেবের অসন্তুষ্টি ভক্তদেরকে আচ্ছন্ন করতে পারে। তাই বড়ঠাকুরের পুজো করার সময় নিয়ম মেনে চলা খুব প্রয়োজন। আর সেই সম্পর্কে বেশ কিছু সতর্ক থাকাও জরুরি।
শনিদেবের পুজো নিয়ে যত নিয়ম আছে, মানুষের মনে তত প্রশ্ন। এর মধ্যে একটি প্রশ্ন হল, মহিলারা আদৌও শনিদেবের আরাধনা করতে পারেন?
শাস্ত্রমতে, শনিদেবকে পুজো করার জন্য মহিলাদের অনুমতির কথা উল্লেখ রয়েছে। তাই অনায়াসেই মহিলারা বড় ঠাকুরের পুজো করতে পারেন। তবে শনিদেবের পুজোর সময় মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শনিদেবের পুজোর সময় মহিলাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। আর যদি সেই নিয়ম মেনে না চলেন, তাহলে জীবনে নেমে আসতে পারে সমস্যার ঝড়। তাই শনির পুজো করার সময় কোন কোন নিয়মগুলি মাথায় রাখতে হবে, তা জেনে নিন এখানে…
মহিলাদের জন্য শনিদেব পুজোর বিশেষ নিয়ম…
শনিদেবের দৃষ্টি সবসময় ভক্তদের কাজের উপর থাকে। তা সে ভালো কাজই হোক বা খারাপ কাজ। যদি কোনও মহিলার কুণ্ডলীতে শনি দোষ বা শনি মহাদশা থাকে, তবে তা দূর করতে তিনি শনিবার শনিদেবের পুজো করতে পারেন। তবে এই সময়ে মাথায় রাখতে হবে যে, মহিলারা যেন পুজো করার সময় ভুল করেও শনিদেবের মূর্তি স্পর্শ না করেন। শাস্ত্রমতে শনিদেবের মূর্তি স্পর্শ করলে মহিলারা শনির নেতিবাচক শক্তিতে আক্রান্ত হতে পারেন। এর পাশাপাশি মহিলাদের জন্য শনিদেবের মূর্তিতে তেল নিবেদন করাও নিষিদ্ধ বলে মনে করা হয়। শনিদেবকে সন্তুষ্ট করতে চাইলে শনিদেবের মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এর সঙ্গে শনিবার শনিদেব সংক্রান্ত জিনিসপত্র যেমন সরিষার তেল, কালো কাপড়, কালো জুতা, লোহার পাত্র, কালো উরদ ডাল, কালো তিল ইত্যাদি দান করতে পারেন। রাশিফলের শনি দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।