শনিদেব কৃচ্ছ্রসাধনের দেবতা হিসেবে পূজিত হন। শনিগ্রহের অধিপতি হলেন শনিদেব। জন্মছকে যথেষ্ট প্রভাব ফেলে শনি গ্রহ। প্রত্যেকটি মানুষের জীবনে এই গ্রহের প্রভাব রয়েছে। কারও ক্ষেত্রে এই গ্রহ অতিশয় শুভ ফল দেয়, কারও কারও ক্ষেত্রে আবার এই গ্রহ বিরূপ ফল দিতে পারে। এই কারণেই কেউ সামান্য আয়াসেই সুখভোগ করে। আবার কেউ সারাজীবন অতিশয় পরিশ্রম করেও যোগ্যতার দাম পায় না। সারাজীবন কাটে অত্যন্ত কষ্ট করে।
তাই গ্রহের ক্ষতিকর প্রভাবমুক্ত হতে হলে একজন ভক্তকে অবশ্যই শনিবারে শনিদেবতার পুজো দিতে হবে ও কিছু আচার মেনে চলতে হবে। তাই শনিবারে—
• সকাল সকাল উঠুন।
• যে জলে স্নান করবেন সেই জলে দুই ফোঁটা গঙ্গাজল দিন।
• স্নান করে ধোওয়া পরিষ্কার জামাকাপড় পরুন।
• মনে মনে ব্রত রাখার শপথ নিন।
• সারাদিনে যতবার পারবেন হনুমান চালিশা পড়ুন। রাবণের হাত থেকে শনিদেবকে রক্ষা করেছিলেন পবনপুত্র। তাই হনুমানজির ভক্তদের শনিদেব সর্বদা রক্ষা করেন বলে কথিত।
• শনিবারে নির্জলা উপোস করতে হয়। তিলবীজের তেলে মাটির প্রদীপ জ্বালান অশ্বত্থ বৃক্ষের নীচে। প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য কালো তিল, সরষের তেল আর এক টুকরো কালো বস্ত্র দান করুন।
• গরুকে কালো তিল আর গুড় প্রতি শনিবার খাওয়ালে শনিদেব ও ভগবতী প্রসন্ন হন।
• শনিবার দিন কুকুরকে যে কোনও খাবার দিন।
• মন্দিরে পুজো দিন ও উপোস ভঙ্গ করুন শুধু প্রসাদ খেয়ে।
আরও পড়ুন: Horoscope Today : আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন কোন কোন রাশির জাতকরা, দেখুন আজকের রাশিফল
তবে হ্যাঁ—
• ভাত, রুটি, মুসুর ডাল খাবেন না।
• পেঁয়াজ, রসুন কোনওভাবেই খাবেন না।
• ডিম, মাছ, মাংস ছোঁবেন না।
• তামাক ও অ্যালকোহল ছোঁবেন না।
• ক্রোধাণ্বিত হবেন না।