AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiv Puran: মুখের ভিতরের তালু শুকিয়ে যাচ্ছে? শিয়রে মৃত্যু, বুঝবেন এই ৫ লক্ষণেই

Signs of Death: মৃত্যুর আগে মানুষের শরীরের মধ্যে যে যে পরিবর্তন হতে শুরু করে, বা মৃত্যু যে শিয়রে, তা বোঝা যায় বেশ কয়েকটি লক্ষণেই। তাই আসন্ন মৃত্যু নিয়ে মানুষের অনেক কৌতূহল থাকে। তাই সময় থাকতে থাকতে এই লক্ষণগুলি জেনে নিন এখানে...

Shiv Puran: মুখের ভিতরের তালু শুকিয়ে যাচ্ছে? শিয়রে মৃত্যু, বুঝবেন এই ৫ লক্ষণেই
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 6:47 PM
Share

শিব মহাপুরাণে, ভগবান শিব জীবন ও মৃত্যু উভয় সম্পর্কিত অনেক বিষয়ে উল্লেখ করা রয়েছে। একজন ব্যক্তি জন্ম ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গোপন বিষয়গুলিও উল্লেখ করা রয়েছে। শিবপুরাণ অনুযায়ী এই লক্ষণগুলির কথাও বলা হয়েছে। তাই মৃত্যুর আগে মানুষের শরীরের মধ্যে যে যে পরিবর্তন হতে শুরু করে, বা মৃত্যু যে শিয়রে, তা বোঝা যায় বেশ কয়েকটি লক্ষণেই। তাই আসন্ন মৃত্যু নিয়ে মানুষের অনেক কৌতূহল থাকে। তাই সময় থাকতে থাকতে এই লক্ষণগুলি জেনে নিন এখানে…

নীলাভ বর্ণ

শিবপুরাণ অনুসারে, যখন কোনও ব্যক্তির মৃত্যু একদম শিয়রে, হঠাৎ তার শরীর নীল বা ফ্যাকাসে হতে শুরু করে। শুধু নীল নয়, শরীরে লাল দাগও দেখতে পান, তাহলে সেই ব্যক্তির রয়েছে মাত্র ৬ মাস সময়। অর্থাৎ ৬ মাসের মধ্যে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

শরীরের কোনও অংশ কাজ বন্ধ হয়ে যায়

শিবপুরাণে উল্লেখ রয়েছে যে যখনই মানুষের শরীরের কিছু অংশ কাজ করা বন্ধ হয়ে গেলে সেই ব্যক্তিরও আয়ু খুব কম হয়ে থাকে। যদি কোনও ব্যক্তির মুখ, কান, চোখ, জিহ্বা ঠিকমতো কাজ না করে, তাহলে বুঝবেন, হাতে খুব কম সময় বাকি রয়েছে। প্রায় ৬ মাসের মধ্যে মারা যেতে পারেন ওই ব্যক্তি।

শুষ্ক মুখ

অনেক সময় বাম হাত ক্রমাগত মোটকাতে বা মোচড়াতে শুরু করলে বা শরীরের কোনও অংশ মোচড়ানো শুরু করে। কিন্তু, যদি কোনও ব্যক্তির বাম হাত মোচড়াতে থাকে বা মুখের ভেতরের তালুর ওপরের অংশ শুকিয়ে যেতে থাকে, তাহলে তাঁর সময় খুব কম থাকে, বলা যায় প্রায় ১ মাস।

নিজের ছায়া গায়েব হয়ে যায়

যে ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সেই ব্যক্তি জল, তেল, ঘি বা আয়নায় নিজের প্রতিফলন দেখতে পান না। শিবপুরাণ অনুসারে, যখন কোনও ব্যক্তি ছায়া পড়া বন্ধ হয়ে গেলে সেই ব্যক্তির হাতে সময় খুব কম থাকে।

 চাঁদকেও কালো দেখায়

শিব পুরাণে বলা হয়েছে যে, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসতে শুরু করে, তখন সেই ব্যক্তি চাঁদ-তারা ঠিকমতো দেখতে পায় না। সেই ব্যক্তির হাতে আর মাত্র ১ মাস সময় আছে।