AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Vivah 2023: বাড়িতে তুলসী মঞ্চ থাকলে আজ এই কাজ করতে হবে! তুলসী বিবাহের শুভ সময়, উপাচার

Hindu Rituals: কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু জেগে ওঠেন যোগ নিদ্রা থেকে। এর পরের দিন দ্বাদশী তিথিতে তুলসীর সঙ্গে তাঁর বিয়ে হয়। চলতি বছরে ২৪ নভেম্বর দিনটি তুলসীর ও শালিগ্রামের বিয়ের দিন হিসেবে ধার্য হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে যাঁরা এই দিনে তুলসী বিবাহের রীতি মেনে চলেন তাঁরা কন্যাদান করার মতোই ফল পান।

Tulsi Vivah 2023: বাড়িতে তুলসী মঞ্চ থাকলে আজ এই কাজ করতে হবে! তুলসী বিবাহের শুভ সময়, উপাচার
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 9:30 AM
Share

হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন উৎসর্গ করা হয় মহাদেবের প্রতি, তেমনই কার্তিক মাসকে শ্রী হরি বা শ্রীবিষ্ণুর পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু জেগে ওঠেন যোগ নিদ্রা থেকে। এর পরের দিন দ্বাদশী তিথিতে তুলসীর সঙ্গে তাঁর বিয়ে হয়। চলতি বছরে ২৪ নভেম্বর দিনটি তুলসীর ও শালিগ্রামের বিয়ের দিন হিসেবে ধার্য হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে যাঁরা এই দিনে তুলসী বিবাহের রীতি মেনে চলেন তাঁরা কন্যাদান করার মতোই ফল পান। হিন্দু ধর্মে কন্যাদানকে মহাদানের পর্যায়ভুক্ত করা হয়েছে।

শুভ মুহূর্ত

তুলসী বিবাহের জন্য প্রয়োজন তুলসী গাছ, শালিগ্রাম শিলা, গণেশজির মূর্তি, হলুদের পিণ্ড, কুল, বাতাসা, সিঁদুর, লাল, অক্ষত, সিঁদুর, তিল, ফল, ফুল, ধূপ-প্রদীপ। গালার চুড়ি, আখ, ঘি, আপেল, আমলকী, হলুদ, হোম-যজ্ঞের সামগ্রী, মিষ্টি, কলস, বিয়ের জিনিসপত্র যেমন- বিন্দি, চুড়ি, মেহেন্দি, শাড়ি, পায়ের আঙ্গুল ইত্যাদি।

পুজো বিধি

বাড়ির আঙিনায় তুলসী বিবাহের আয়োজন করা দরকার। এজন্য বেছে নিন সন্ধ্যার সময়। তুলসী গাছ যেখানে আছে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করুন। চারিদিকে ছড়িয়ে দিন গঙ্গা জল। গোবর জল দিয়ে দাওয়া বা ঘর মুছে দিন।

এবার তুলসী গাছকে কনের মতো সাজান। পুজোর মঞ্চে একটি তুলসী গাছ রাখুন। তার পাশে রাখুন শালিগ্রাম শিলা।

এবার একটি কলসে জলে ভরে তার মধ্যে পাঁচ-সাতটি আম্র পল্লব রেখে পূজার বেদিতে স্থানে স্থাপন করুন। একটি প্রদীপ জ্বালান। তিল নিবেদন করুন।

শালিগ্রাম শিলা ও তুলসী মাতাকে দুধে ধুইয়ে গায়ে হলুদ লাগান। বিয়ের অনুষ্ঠান করার সময় মঙ্গলাষ্টক পাঠ করুন।

এবার তুলসী গাছকে লাল কাপড় দিয়ে ঢেকে দিন। ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপকে সিঁদুর, মেহেন্দি, আমলকী অক্ষত নিবেদন করুন।

এই মন্ত্রটি পাঠ করুন— ‘মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্যম তুলসী ত্বাম নমোস্তুতে।’

এখন কর্পূর আরতি করুন (নমো নমো তুলসা মহারাণী, নমো নমো হরি কি পাটরানি)

তুলসী মাতাকে ১১ বার প্রদক্ষিণ করুন এবং ভোগ নিবেদন করুন এবং বিবাহিত জীবনে সুখ এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করুন।

তুলসী বিবাহে জীবনের প্রতিটি সংকট দূরে থাকে। জীবনের সুখ ও সমৃদ্ধি পান গৃহস্বামী ও কর্ত্রী।

তারিখ এবং সময়

• তুলসী বিবাহের তারিখ ২৪ নভেম্বর ২০২৩

• কার্তিক দ্বাদশী শুরু হয় ২৩ নভেম্বর ২০২৩ রাত ৯ টা বেজে ১ মিনিট।

• কার্তিক দ্বাদশী তারিখ শেষ হবে ২৪ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ০৭টা বেজে ৬ মিনিট।

• অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা বেজে ৪৬ মিনিট থেকে দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত।

• গোধূলি বেলা সন্ধ্যা ৫টা ২২মিনিট থেকে ৫টা ৪৯ মিনিট।

• সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ

• অমৃত সিদ্ধি যোগ সকাল ৬টা ৫০ মিনিট থেকে শুরু করে বিকেল ৪টা ১ মিনিট।