
বসন্তের আগমনকে বোঝায়, তাই এই দিন বসন্ত পঞ্চমী। আর কদিন পরেই শেষ হবে মাঘ মাস, গাছে গাছে ভরে উঠবে নতুন পাতা-ফুলে। বাস্তু মতে এই দিন নতুন কিছু শুরু করার জন্য বেশ শুভ দিন। জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি পায়। তবে সেই আশির্বাদ লাভ করতে হলে বাস্তু মতে কিছু নিয়ম মানা প্রয়োজন। বাড়িতে পুজো করলেও কিছু নিয়ম মানতে হবে। তবেই আসবে সৌভাগ্য। জানেন কী সেই নিয়ম?
১। বাস্তুশাস্ত্র অনুসারে, সরস্বতী পুজার জন্য দেবী সরস্বতীর মূর্তি উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয়, এই দিকটি সৌভাগ্যজনক বলে গণ্য করা হয়।
২। যে মূর্তি পুজো করবেন সেখানে দেবী সরস্বতী পদ্ম ফুলের আসীন থাকলে ভাল। এই মূর্তি পুজো করলে ভাল ফল পাওয়া যায়।
৩। বাড়ির সামনের দরজা এবং ঘরের অন্যান্য দরজাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। বাড়িতে ঢোকার মুখে এবং ঘট রাখার জায়গা আলপনা দিতে পারেন। ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলতে পারেন।
৪। বাড়ির উত্তর-পূর্বে(ঈশান কোণে) সরস্বতী মূর্তি স্থাপন করলে আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে পরেও বলেও আশা।
৫। অফিস বা কর্মক্ষেত্রে পুজো করলে মূর্তি বসানোর জায়গা হলুদ বা কমলা ফুল দিয়ে সাজালে ভাল। এতে অফিসে সম্প্রীতি বৃদ্ধি পায়, দলের সদস্যদের মধ্যে সহযোগিতার পরিবেশ বজায় থাকে।
৬। পুজোর সময় ছাত্র-ছাত্রীদের উচিত বই ও স্টেশনারি সামগ্রী পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত।
৭। ছাত্র-ছাত্রীরা মা সরস্বতীকে হলুদ মিষ্টি নিবেদন করতে পারেন। এই দিন হলুদ বা সাদা পোশাক পরতে পারেন।