AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: ঘর সাজাতে ভুলেও এই ৫ গাছ নয়, ঝামেলার অবসান জীবনে মিটবে না!

Vastu Tips for Home: বাস্তু অনুসারে, ঘরের সৌন্দর্য বাড়াতে  জিনিসপত্র নির্দিষ্ট জায়গা না রাখা হয়, তাহলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। বাধা পড়ে উন্নতিতেও। বাস্তুশাস্ত্র মতে, এমন বেশ কিছু গাছ রয়েছে, যেগুলি ঘরে রাখলে ইতিবাচক শক্তির প্রবেশ করে। মানুষের জীবনে সৌভাগ্য ফিরেও আসে।

Vastu Tips: ঘর সাজাতে ভুলেও এই ৫ গাছ নয়, ঝামেলার অবসান জীবনে মিটবে না!
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 9:30 AM
Share

যারা মানে, তাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যারা মানেন না বা জানেন না, তাদের কাছে এই শাস্ত্র ততটা গুরুত্বের নাও হতে পারে। তবে বর্তমানে বাস্তুশাস্ত্রের বেশ কদর বেড়েছে। ঘরে সুখ-শান্তি ও সৌভাগ্য বজায় রাখতে বাস্ত মেনে ঘরের সব কিছুই নির্দিষ্ট দিকে রেখে সাজাতে ভালোবাসেন। জীবনকে আরও একধাপ এগিয়ে রাখতে বাস্তুশাস্ত্র অনেকটাই সাহা্য্য করে থাকেন। বাস্তু অনুসারে, ঘরের সৌন্দর্য বাড়াতে  জিনিসপত্র নির্দিষ্ট জায়গা না রাখা হয়, তাহলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। বাধা পড়ে উন্নতিতেও। বাস্তুশাস্ত্র মতে, এমন বেশ কিছু গাছ রয়েছে, যেগুলি ঘরে রাখলে ইতিবাচক শক্তির প্রবেশ করে। মানুষের জীবনে সৌভাগ্য ফিরেও আসে। তাই সেই গাছগুলি রাখুন, যেগুলি বাস্তুমতে শুভ ও শুদ্ধ। মনে করা হয়, ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে শুধু নয়, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে, সাফল্য-সমৃদ্ধি বজায় রাখতে এই গাছগুলি অবশ্যই রাখা উচিত।

এই ৫টি গাছ কখনওই বাড়িতে লাগাবেন না

– বাড়িতে ক্যাকটাস গাছ রাখা একেবারে উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ক্যাকটাস ঘরে নেতিবাচক শক্তি আনতে পারে। বিশ্বাস করা হয় যে পাতায় কাঁটাযুক্ত হওয়ায় এই গাছ নেগেটিভ শক্তির প্রতীক। ক্যাকটাস গাছ বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্ভাগ্য বয়ে আনতে পারে। এটি পরিবারে উত্তেজনা এবং উদ্বেগও তৈরি করতে পারে।

-বাস্তুশাস্ত্রে ঘরে তুলোর গাছ রাখা অশুভ বলে মনে করা হয়। তুলোর গাছকে অশুভ বলে মনে করা হয়। তাই ঘরে বা বাগানে কখনও লাগানো অশুভ হতে পারে। এমনকি জীবনে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসতে পারে। অধিকাংশই বাড়ির অন্দরসজ্জার জন্য তুলোর গাছ রাখা একেবারেই উচিত নয়। বাস্তুমতে, জীবনে যে কোনও পদক্ষেপে উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

– বাড়িতে বনসাই গাছ লাগানোও বাস্তুশাস্ত্র মতে নিষিদ্ধ। এই গাছগুলি ঘরের ভিতর রাখলে পরিবারের সদস্যদের জীবনে উপর অশুভ শক্তি বিরাজ করে। সব দিক থেকে বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কর্মজীবন বা ব্যবসায় চরম মন্দা দেখতে পারেন আপনি।

– তেঁতুল গাছ সাধারণত বাড়ির বাইরে বা বাগানে বড় গাছ লাগানো হয়। বাস্তুমতে, এই গাছ নেতিবাচক শক্তি ভীষণভাবে আকর্ষণ করে থাকে। তাই বাড়ির বাগানে তো নয়ই, আশাপাশেও যেন না থাকে, সেদিকে লক্ষ রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছগুলি পরিবেশে নেগেটিভ শক্তি বেশি করে প্রবেশ করে থাকে। শারীরিক ও  মানসিক শান্তি ব্যাহত করারও ক্ষমতা রয়েছে।

– ঘরে মেহেন্দি গাছ রাখাও একেবারে উচিত নয়। বাস্তুশাস্ত্রে বলা রয়েছে, এই অশুভ গাছে আত্মার আবাস, তাই বাড়িতে রাখলে ঘরে অশান্তি বিরাজ করতে পারে। এই গাছের পাতা থেকে উগ্র গন্ধের জন্য মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। গোটা বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে তাতে। তাই এই গাছ যত তাড়াতাড়ি সম্ভব, বাড়ি থেকে দূরে সরিয়ে রাখুন।