Vishnu Puja: ভুলেও নারায়ণ-বিষ্ণুকে কোন কোন ফুল একেবারেই নিবেদন করবেন না?
Hindu Puja Rules: অনেকের বাড়িতে পূর্ণিমা তিথিতে নিয়ম করে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়ে থাকে। এছাড়া ব্রাহ্মণদের বাড়িতে নারায়ণ-বিষ্ণু মূর্তি রাখা হয়ে থাকে। নিত্য পুজোও করা হয়। তাই রীতি মেনে নারায়ণ-বিষ্ণুর উপাসনার জন্যও রয়েছে বেশ কিছু নিয়ম। পুজোর নিয়ম না মানলে উপবাসেরও পূর্ণ ফল পাওয়া যাবে না। উপবাসও ফলপ্রসূ হয় না।
প্রতিটি দেব-দেবীর পুজোর সময় ফুল নিবেদনের রীতি রয়েছে। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীদেরও রয়েছে পছন্দের ফুল। প্রিয় ফুলগুলি নিবেদন করলে দেবতারা খুব প্রসন্নও হন। অনেকের বাড়িতে পূর্ণিমা তিথিতে নিয়ম করে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়ে থাকে। এছাড়া ব্রাহ্মণদের বাড়িতে নারায়ণ-বিষ্ণু মূর্তি রাখা হয়ে থাকে। নিত্য পুজোও করা হয়। তাই রীতি মেনে নারায়ণ-বিষ্ণুর উপাসনার জন্যও রয়েছে বেশ কিছু নিয়ম। পুজোর নিয়ম না মানলে উপবাসেরও পূর্ণ ফল পাওয়া যাবে না। উপবাসও ফলপ্রসূ হয় না। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্যও অনেকে বৃহস্পতি ও একাদশীর দিন উপবাস করে থাকেন। আর হিন্দুশাস্ত্র নিয়ম মেনে এদিন বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল নিবেদন করা উচিত। এগুলি বিষ্ণুদেবের প্রিয় ফুল। তবে অনেকে আবার না জেনেই ভগবান বিষ্ণুকে অন্য রঙের ফুল দিয়ে থাকেন। কোন কোন ফুলগুলি বিষ্ণুকে অর্পন করা উচিত নয়, তা জেনে নিন এখানে…
পলাশ ফুল: ভগবান বিষ্ণুর পূজায় ভুল করেও পলাশ ফুল নিবেদন করবেন না। এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করা হয়।
ধুতুরা ফুল: একাদশী ও বৃহস্পতিবার উপবাসে ধতুরা ফুল ব্যবহার করা হয় না। শ্রী হরির আরাধনায় এই দুই ফুল নিষিদ্ধ বলে মনে করা হয়। মহাদেবকে এই ফুল নিবেদন করলে বেজায় খুশি হন।
অপরাজিতা ফুল: ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পুজো করার সময় নীল বা সাদা রঙের পরাজিতা ফুল ব্যবহার করা উচিত নয়। এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকাভুক্ত নয়।
কাঠকরবী ফুল: যদি বাড়িতে কাঠকরবী ফুল লাগিয়ে থাকেন তাহলে ভুলেও ভগবান বিষ্ণুর পুজোর সময় কখনও এই ফুল ব্যবহার করবেন না। কারণ এই ফুল ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে।
শিমূল ফুল: শ্রীহরির আরাধনায় শিমূল ফুলও নিষিদ্ধ। এটি নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয়ে যান।
বট ফুল: বটকে একটি পবিত্র ও অলৌকিক গাছ বলে মনে করা হয়। তাই ভগবান বিষ্ণুর আরাধনায় এই ফুল দেওয়া হয় না।
কাঞ্চন ফুল: বিষ্ণু পূজায় ভুল করেও কাঞ্চন ফুল নিবেদন করা উচিত নয়। এতে আপনার ইচ্ছা পূর্ণ হবে না।