AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahashivratri puja 2024: বাবার মাথায় জল ঢালার সময় পরুন এই রঙের পোশাক, দুহাত তুলে আশীর্বাদ করবেন ভোলেনাথ

Hindu Rituals: ধর্মীয় আচার মেনে এদিন পুজোর সময় কোন পোশাক পরবেন, সারাদিন কোন রঙের পোশাক পরা উচিত, কোন রঙের পোশাক একেবারেই এড়িয়ে যাবেন, কেমন জামাকাপড় পরা উচিত, এই সব বিষয়ে খেয়াল রাখা উচিত। কারণ মহাশিবরাত্রির দিন কী কী করবেন, কী কী করবেন না, তার পাশাপাশি রঙের দিকেও খেয়াল রাখা দরকার। 

Mahashivratri puja 2024: বাবার মাথায় জল ঢালার সময় পরুন এই রঙের পোশাক, দুহাত তুলে আশীর্বাদ করবেন ভোলেনাথ
| Updated on: Mar 08, 2024 | 6:30 AM
Share

ভোলেবাবার বার্ষিক উত্‍সব হিসেবে সারাদেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত ও উপবাস। শিবমন্দিরগুলিতে এদিন শিবভক্তদের ভিড় চোখে পড়ার মতো। কথিত আছে, এদিনই মর্ত্যে শিবলিঙ্গ রূপে মহাদেব প্রকাশ পেয়েছিলেন। ফলে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে পুজো ও উপবাস রেখে নিজের মনে ইচ্ছে পূরণ করার প্রার্থনা করেন। এ বছর মহাশিবরাত্রি পালিত হচ্ছে ৮ মার্চ। দুধ, মধু, জল দিয়ে অভিষেক করে শিবলিঙ্গ পুজোর চলের কথা জনপ্রিয়। কিন্তু এদিন পুজো করে উপবাস ভঙ্গ করার পর কোন পোশাক পরা উচিত, তা জানেন না অনেকেই।

কথিত আছে, সিদ্ধচিত্তে শিবের পুজো করলেই নয়, শিবের প্রিয় ফল, ফুল নিবেদন করলে ও শিবের পছন্দের রঙের পোশাক পরলে দুহাত তুলে আশীর্বাদ করেন ভোলেনাথ। ধর্মীয় আচার মেনে এদিন পুজোর সময় কোন পোশাক পরবেন, সারাদিন কোন রঙের পোশাক পরা উচিত, কোন রঙের পোশাক একেবারেই এড়িয়ে যাবেন, কেমন জামাকাপড় পরা উচিত, এই সব বিষয়ে খেয়াল রাখা উচিত। কারণ মহাশিবরাত্রির দিন কী কী করবেন, কী কী করবেন না, তার পাশাপাশি রঙের দিকেও খেয়াল রাখা দরকার।

মহাশিবরাত্রিতে কী রঙের পোশাক পরবেন?

মহাশিবরাত্রির মতো পবিত্র উৎসবে পুজো করার জন্য কোন রঙের পোশাক পরবেন? ধর্মীয় ও শাস্ত্রমতে, ভগবান শিব সবুজ রং খুব পছন্দ করেন। এ দিনে সবুজ পোশাক পরে শিবপুজো করলে তা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়া মহাশিবরাত্রির পুজোয় লাল, হলুদ, গোলাপি, কমলা ও সাদা রঙের পোশাকও পরতে পারেন।

মহাশিবরাত্রিতে কোন রঙের পোশাক পরা থেকে এড়িয়ে যাবেন?

মহাশিবরাত্রির দিনে পুজো করার সময়, ভগবান শিবের সামনে কখনও কালো রঙের পোশাক পরা উচিত নয়। এছাড়া এ দিনে নীল রঙের পোশাক পরাও নিষিদ্ধ। নীল ও কালো রঙের জামাকাপড় চুম্বকের মতো নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তাতে পুজোর ফল যেমন পাবেন না, তেমনি পুজো ও উপবাসে আসতে পারে নানা সমস্যা।

মহাশিবরাত্রিতে কেমন পোশাক পরবেন?

শুধু মহাশিবরাত্রির দিনেই নয়, যে কোনও ধর্মীয় আচার বা শুভ অনুষ্ঠানের সময় ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, হিন্দু ধর্মে পুরুষদের ধুতি-কুর্তা ও মহিলাদের শাড়ি পরা উচিত। তবে সিল্ক বা জর্জেট নয়, সুতির পোশাক পরার দিকে বিশেষ জোড় দেবেন। মহাশিবরাত্রির দিন অবিবাহিত মহিলারা চুরিদার, কুর্তা পরতে পারেন।