বালিশের নীচে ছুরি নিয়ে শুলেই কেল্লাফতে! কী কী হয় জানেন?
Astro Tips: বাস্তু শাস্ত্র মতে তাই কিছু নিয়ম আছে যা মেনে চললে সুখে থাকা যায় বলে বিশ্বাস। আবার তেমন রোজের নানা সমস্যার হাত থেকে বাঁচার উপায় বাতলে দেওয়া রয়েছে এই শাস্ত্রে

আজকাল বাড়ি সাজানোর জন্য অনেকেই ইনটেরিয়র ডিজাইনারদের সাহায্য নেন। শোওয়ার ঘর, বসার ঘর, বাথরুম থেকে রান্নাঘর সবটাই সাজানো হয় প্ল্যান করে। এর মাঝে কেউ হয়তো আবার বাস্তু শাস্ত্র মেনে দেখে নেন সবটা ঠিকঠাক আছে কিনা। আসলে আপনার বাড়ির অন্দরসজ্জা কেমন করছেন তার উপরে অনেক কিহুই নির্ভর করে। আপনি জীবনে গ্রহের কেমন প্রভাব থাকবে? জীবন কতটা সহজ হবে? দাম্পত্য জীবন কেমন হবে? পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন হবে সবটাই! বাস্তু শাস্ত্র মতে তাই কিছু নিয়ম আছে যা মেনে চললে সুখে থাকা যায় বলে বিশ্বাস। আবার তেমন রোজের নানা সমস্যার হাত থেকে বাঁচার উপায় বাতলে দেওয়া রয়েছে এই শাস্ত্রে।
অনেকেই রাতে বালিশের পাশে টর্চ, মোবাইল, জল বা অন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে শুতে যান। তবে বাস্তু শাস্ত্র কী বলছে জানেন? বালিশের তলায় ছুরি রেখে শুতে। শুনতে একটু অবাক লাগল না? বালিশের তলায় হঠাৎ ছুরি রেখে শোবেন কেন?
অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা রাতে চমকে জেগে ওঠে আর কাঁদতে শুরু করে। দুঃস্বপ্নও এর কারণ হতে পারে। এমনটা যদি বার বার দেখা যায় তাহলে হতে পারে বাড়িতে কোনও নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে উঠছে। এমন হলে অবশ্যই বাচ্চাদের বালিশের নিচে একটি ছোট ছুরি রাখতে পারেন। এই প্রতিকার ব্যবহার করে, দুঃস্বপ্ন বন্ধ হয়। নেতিবাচক শক্তিও দূরে থাকে শতহস্ত দূরে।
যদি কোনও বয়স্ক ব্যক্তিরও দুঃস্বপ্ন দেখার সমস্যা থাকে, তাহলে তিনিও বালিশের নীচে ছুরি রেখে ঘুমোতে পারেন। দুঃস্বপ্নের সমস্যা দূর হয়ে গভীর ঘুম হতে পারে। এছাড়া, নেতিবাচক শক্তির সক্রিয়তা অনুভব করেন, তাহলে নিজের কাছে ছোট ছুরি রাখতে পারেন। তাতে ভীতি কেটে গিয়ে নেগেটিভ শক্তি পালাবে বাপ বাপ বলে।
যদি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই পার্সে বা মানি ব্যাগের মধ্যে একটি ছোট ছুরি রাখা উচিত। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চটজলদি। নিজের কাছে একটি ছুরি রাখলে আশেপাশে থাকা নেগেটিভ শক্তি থেকেও সুরক্ষিত পাওয়া যায়।





